বউ বদলের পরিকল্পনায় রাজি হয়নি স্ত্রী, খুনের অভিযোগে গ্রেফতার দুই ভাই

0
930

দেশেরসময় ওয়েবডেস্ক:দাম্পত্য জীবনের মাঝপথে যেন অচেনা স্রোত। ভালো লাগছিল না আর নিজের স্ত্রী কে। তাই নজরে ছিল ভ‍াই-এর স্ত্রী। আর দাদার কাছ থেকে নতুন প্রস্তাব পেয়ে এক কথায় রাজিও হয়ে যায় ভাই। ঠিক হয় পরিকল্পনা করে বদল হবে স্ত্রী। আর সেই কথা স্ত্রীদের কানে পৌঁছাতেই ঝামেলার সূত্রপাত। দাদার বউ-কে এমন প্রস্তাব দিতেই চূড়ান্ত অপমানিত হয় দেওর। সূত্রের খবর, তখন থেকেই নাকি প্রতিশোধের ভূত মাথায় চাপে যোগেন্দ্র কুমার ও বিশাল কুমারের। ইতিমধ্যেই স্ত্রী কে খুনের অভিযোগে যোগেন্দ্র ও তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক সোনু নামে আরও এক অভিযুক্ত। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। পুলিশি জেরার মুখে অপরাধ স্বীকার করে বিশাল জানিয়েছে, “নিজের বউ-এর সাথে সংসার করার ইচ্ছা ছিল না তার, ভালো লেগেছিল ভাই-এর বউকে”। “ঘটনা ভাইকে জানিয়ে বউ বদলের পরিকল্পনা করা হয়”। “কিন্তু স্ত্রী লক্ষী প্রস্তাবে রাজি না হওয়ার রাগের মাথায় তাকে খুন করা হয়েছে”। তদন্তে পুলিশ।

Previous articleনতুন পালকের অধিকারী বিরাট কোহলি, জানতে পড়ুন
Next articleবড়োদিনের আগেই নবরুপে সজ্জিত “মঙ্গলদীপ” উপাসনালয় পেল বনগাঁবাসী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here