দেশেরসময় ওয়েবডেস্ক:দাম্পত্য জীবনের মাঝপথে যেন অচেনা স্রোত। ভালো লাগছিল না আর নিজের স্ত্রী কে। তাই নজরে ছিল ভাই-এর স্ত্রী। আর দাদার কাছ থেকে নতুন প্রস্তাব পেয়ে এক কথায় রাজিও হয়ে যায় ভাই। ঠিক হয় পরিকল্পনা করে বদল হবে স্ত্রী। আর সেই কথা স্ত্রীদের কানে পৌঁছাতেই ঝামেলার সূত্রপাত। দাদার বউ-কে এমন প্রস্তাব দিতেই চূড়ান্ত অপমানিত হয় দেওর। সূত্রের খবর, তখন থেকেই নাকি প্রতিশোধের ভূত মাথায় চাপে যোগেন্দ্র কুমার ও বিশাল কুমারের। ইতিমধ্যেই স্ত্রী কে খুনের অভিযোগে যোগেন্দ্র ও তার ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক সোনু নামে আরও এক অভিযুক্ত। ঘটনাস্থল উত্তরপ্রদেশ। পুলিশি জেরার মুখে অপরাধ স্বীকার করে বিশাল জানিয়েছে, “নিজের বউ-এর সাথে সংসার করার ইচ্ছা ছিল না তার, ভালো লেগেছিল ভাই-এর বউকে”। “ঘটনা ভাইকে জানিয়ে বউ বদলের পরিকল্পনা করা হয়”। “কিন্তু স্ত্রী লক্ষী প্রস্তাবে রাজি না হওয়ার রাগের মাথায় তাকে খুন করা হয়েছে”। তদন্তে পুলিশ।