দেশের সময় ওয়েবডেস্কঃপ্রজাতন্ত্র দিবসের ঘটনার পর ফের কৃষক আন্দোলনে উত্তেজনা। উত্তপ্ত সিংঘু ৷ জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনকারী কৃষকদের উপর আচমকা হামলা চালান ২০০-এরও বেশি স্থানীয় বাসিন্দা। তাদের দাবি, অবিলম্বে জায়গা খালি করে ফেরত চলে যেতে হবে কৃষকদের। মুহূর্তের মধ্যে দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠির আঘাতে গুরুতর আহত হন SHO। কর্তব্যরত পুলিশদের লক্ষ করে চলে ইঁটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ। এই খণ্ডযুদ্ধের মাঝে পড়ে সাংবাদিকরাও আহত হয়েছে বলে খবর।
#WATCH | Delhi: Group of people claiming to be locals gather at Singhu border (Delhi-Haryana border) demanding that the area be vacated. pic.twitter.com/AHGBc2AuXO
— ANI (@ANI) January 29, 2021
প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের পর দ্বিধাবিভক্ত আন্দোলনকারীরা। বেশ কিছু কৃষক সংগঠন আন্দোলনের রাস্তা থেকে সরে দাঁড়ালেও এখনও দিল্লি সীমান্তে অবস্থানে অনড় বাকি আন্দোলনকারীরা। গত কয়েকদিন ধরে আন্দোলন খানিক স্তিমিত নজরে এলেও ফের এই ঘটনায় শিরোনামে কৃষক আন্দোলন।