ফের রণক্ষেত্র সিংঘু সীমান্ত, কৃষক-স্থানীয় খণ্ডযুদ্ধ পুলিশের লাঠিচার্জ

0
903

দেশের সময় ওয়েবডেস্কঃপ্রজাতন্ত্র দিবসের ঘটনার পর ফের কৃষক আন্দোলনে উত্তেজনা। উত্তপ্ত সিংঘু ৷ জাতীয় পতাকা হাতে নিয়ে আন্দোলনকারী কৃষকদের উপর আচমকা হামলা চালান ২০০-এরও বেশি স্থানীয় বাসিন্দা। তাদের দাবি, অবিলম্বে জায়গা খালি করে ফেরত চলে যেতে হবে কৃষকদের। মুহূর্তের মধ্যে দু’পক্ষের মধ্যে খণ্ডযুদ্ধ বেঁধে যায়।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয় বলে অভিযোগ। লাঠির আঘাতে গুরুতর আহত হন SHO। কর্তব্যরত পুলিশদের লক্ষ করে চলে ইঁটবৃষ্টি। পরিস্থিতি সামাল দিতে লাঠি চার্জ করে পুলিশ। এই খণ্ডযুদ্ধের মাঝে পড়ে সাংবাদিকরাও আহত হয়েছে বলে খবর।

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লায় তাণ্ডবের পর দ্বিধাবিভক্ত আন্দোলনকারীরা। বেশ কিছু কৃষক সংগঠন আন্দোলনের রাস্তা থেকে সরে দাঁড়ালেও এখনও দিল্লি সীমান্তে অবস্থানে অনড় বাকি আন্দোলনকারীরা। গত কয়েকদিন ধরে আন্দোলন খানিক স্তিমিত নজরে এলেও ফের এই ঘটনায় শিরোনামে কৃষক আন্দোলন।

Previous articleসংসদে বক্তৃতাতে বাংলা গানের লাইন! তিন কৃষি আইনের ফলে দেশের ১০ কোটিরও বেশি মানুষ উপকৃত হবেন, বললেন রাষ্ট্রপতি
Next articleআতস কাচের নীচে জাদুকরের চিটফান্ড-যোগ! পিসি সরকার জুনিয়রের বাড়িতে সিবিআই হানা, চিটফান্ড-সম্পর্ক খতিয়ে দেখছেন গোয়েন্দারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here