ফের বেইরুটের বন্দরে আগুন!‌ আতঙ্কগ্রস্ত লেবাননের রাজধানী

0
568

দেশের সময় ওয়েবডেস্কঃ আগুনের ভয়াবহ লেলিহান শিখা ছড়িয়ে পড়ে আকাশে। কালো হয়ে যায় লেবাননের রাজধানী বেইরুটের আকাশ। বৃহস্পতিবার ঘটে এই ঘটনা। হ্যাঁ সেই বেইরুট, একমাস আগে ভয়ঙ্কর পর পর দু’‌টি বিস্ফোরণে ধ্বংস হয়ে গিয়েছিল যা।

৪ আগস্টের বিস্ফোরণের জখম থেকে এখনও সেরে ওঠেনি বেইরুট। তারই মধ্যে ফের আগুন লাগল একই বন্দরে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। দেশের সেনাবাহিনী জানিয়েছে, তেল ও টায়ার রাখার গুদাম থেকে এই আগুনের সূত্রপাত। আর্মি হেলিকপ্টার ইতিমধ্যেই সেজায়গায় গিয়ে আগুন নেভানোর কাজে লেগে পড়েছে। 

এবারে সরাসরি প্রশ্ন উঠছে সরকারের দিকে। মানবাধিকার গবেষক ওমর নাশাবে টুইট করে লিখেছেন, ‘‌এটা কোন দেশে বাস করি আমরা?‌ এক মাস আগেই এরকম ঘটনা ঘটল!‌ বিচারব্যবস্থা কি নিষ্ক্রিয়?‌ সরকার কোথায়?‌ দায়িত্ব কে নেবে?‌’‌

৪ আগস্ট রাতের পর পর দু’‌টি বিস্ফোরণের কারণ হিসেবে বলা হয়েছিল, বন্দরের গুদাম ঘরে ছ’‌বছর ধরে মজুত ছিল ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট!‌ যেন বিস্ফোরকের পাহাড়। আগুনের ফুলকি পড়তেই বিস্ফোরণ। বিশালাকৃতি ধোঁয়ার কুণ্ডলী। ছত্রাক আকৃতির। তারপরই সর্বগ্রাসী আগুন ঝলসে ওঠে। সঙ্গে বিকট আওয়াজ। বিস্ফোরণে নিমেষে প্রায় ধ্বংসস্তূপ লেবাননের রাজধানী বেইরুটের বিরাট অঞ্চল। ‌মৃত কমপক্ষে ১০০। আহত ৪,০০০–‌এর বেশি। অনেকে এখনও নিখোঁজ।বন্দর এলাকার রাস্তায় মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল।

হাসপাতালগুলোয় তিল ধারণের জায়গা ছিল না। বেইরুটের বিস্ফোরণের তীব্রতা টের পাওয়া গিয়েছিল ১৫০ মাইল দূরের সাইপ্রাস থেকে। রিখটার স্কেলে ৩.‌৩ মাত্রার ভূমিকম্পের সমান মাপের কম্পন! একেই সেদেশে করোনার কারণে অর্থনীতির অবস্থা শোচনীয়। দেশের অর্ধেক জনসংখ্যা দারিদ্রে ধুঁকছে। এমন সময়ে এরকম দু’‌টো বিস্ফোরণের পর ফের আগুন লাগল সেদেশে। একই বন্দরে। 

স্বাভাবিকভাবেই আঙুল উঠছে সেদেশের প্রশাসনের দিকে। জাতীয় নিরাপত্তার এক শীর্ষ কর্মকর্তা আব্বাস ইব্রাহিম জানিয়েছিলেন, ওই বন্দরে বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থগুলি জমা করে রাখা হয়। সেখান থেকেই এই ঘটনাটি ঘটেছে। লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াবের বক্তব্য ছিল ‘‌যারা এই ঘটনার পেছনে দায়ী তাদের কঠোর শাস্তি হবে। 

গুদামে আনুমানিক ২,৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট রাখা ছিল ছ’‌বছর ধরে!‌’ বিস্ফোরণের ঘটনায় বন্দরের ১৬জন কর্মীকে আটকও করা হয়েছিল। ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো বেইরুটে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আন্তর্জাতিক স্তরে তদন্তের দাবি জানিয়েছিলেন৷

Previous articleশোভনের পর বিজেপি রাজ্য কমিটিতে বৈশাখীও
Next articleকোভিড পজিটিভ, কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here