ফিরল শীত, আগামী ৪৮ ঘণ্টা বাংলায় জাঁকিয়ে বসবে শীত

0
817

দেশের সময় ওয়েবডেস্ক: ফের বঙ্গে ফিরল শীতের আমেজ। পৌষের শেষ সপ্তাহ থেকে শীত উধাও হলেও মকর সংক্রান্তি থেকে ফের পারদ নিম্মমুখী। চলতি সপ্তাহে বজায় থাকবে শীতের আমেজ। তবে কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা খুবই কম বলেই জানিয়েছে হাওয়া অফিস।

মকর সংক্রান্তির আগের দিন অর্থাৎ বুধবার থেকেই নামতে শুরু করেছিল পারদ। সংক্রান্তির দিন দু ডিগ্রি সেলসিয়াস নেমে যায় পারদ। শুক্রবার স্বাভাবিকের থেকে আরও এক ডিগ্রি নেমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা দাঁড়িয়েছে ১৮.‌৫ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস আগামী ৪৮ ঘণ্টা কলকাতা সহ সারা রাজ্যেই পারদ আরও নেমে জাঁকিয়ে শীত পড়বে। উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টা কুয়াশার ভারী চাদর থাকবে। রবি এবং সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এবং জলপাইগুড়িতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা আছে। দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা— পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর এবং মুর্শিদাবাদে আগামী তিনদিন বইবে শৈত্যপ্রবাহ। পারদ ঘোরাফেরা করবে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ১৭ জানুয়ারি পর্যন্ত তাপমাত্রা নিম্মুখী থাকবে। তার পর সামান্য তাপমাত্রার হেরফের হতে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের শীতল বাতাস এ রাজ্য ঢুকতে বাধা পাচ্ছিল। আপাতত সেই বাধা সরে যাওয়ায় ফের শীতল বাতাস ঢুকতে শুরু করেছে। উত্তর-পূর্ব ভারত কনকনে ঠান্ডায় কাঁপছে। এ রাজ্যেও তার কিছুটা প্রভাব পড়ছে। তবে এখনই শীত বিদায় নিচ্ছে না বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে। 

দার্জিলিঙের সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ৪.৬ ডিগ্রি সেলসিয়াসে। অন্য দিকে, আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৮, বাঁকুড়া ১১.১, বর্ধমান ১২.৩, কোচবিহার ৮.৭, দিঘা ১৫.৩, জলপাইগুড়ি ১০.২, কালিম্পং ৮, মালদহ ১১, পানাগড় ৯.২, পুরুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে এবার শীতের প্রভাব দীর্ঘস্থায়ী হবে না বলেই মনে করছে আবহাওয়া অফিস। 

Previous articleঅর্থনীতির উপর মহামারীর প্রকোপ সত্ত্বেও অর্থনৈতিক সঙ্কট দক্ষতার সঙ্গে সামলেছে ভারত, বলছে আইএমএফ
Next articleহঠাৎ দিল্লিতে শতাব্দী, বিজেপি যোগের জল্পনা তুঙ্গে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here