সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। গো-এয়ারের প্লেনের ভিতরে থাকা কোনও যাত্রীই এই ভিডিও তুলেছেন বলে অনুমান। সেখানে দেখা গিয়েছে প্লেনের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দিব্যি ফরফর করে উড়ে বেড়াচ্ছে ওই পায়রাটি। সিটে বসা যাত্রীদের মধ্যে তখন হাসির রোল উঠেছে। কেউ কেউ আবার হাত বাড়িয়ে পায়রাটিকে ধরারও চেষ্টা করেছেন। কিন্তু এই পায়রা মোটেও বাগে আসার নয়। যাত্রীদের রীতিমতো নাকানিচোবানি খাইয়েছে পাখিটি। ভিডিওতে ধরা পড়েছে সেইসব দৃশ্যও।গো-এয়ারের জি৮৭০২ বিমানে ঘটেছে এই কাণ্ড। পায়রাটির নাগাল না পেয়ে শেষ পর্যন্ত কেবিন ক্রু মেম্বারদের ডাকতে বাধ্য হন যাত্রীরা। তাদের সাহায্যেই রীতিমতো যুদ্ধ করে প্লেনের খোলা দরজা দিয়ে বাইরে পাঠানো হয় পায়রাটিকে। সন্ধে সওয়া ছ’টার বদলে পৌনে সাতটার সময় জয়পুর পৌঁছয় ওই বিমান। প্লেনের ভিতর পাখি ঢুকে পড়েছে এমন ঘটনা খুব একটা দেখা যায় না। তবে মাঝ আকাশে বড় পাখির সঙ্গে বিমান সংঘর্ষের জেরে যে বিপদ হতে পারে তেমন নমুনা পাওয়া গিয়েছে আগেই। এমনকি প্লেনের ইঞ্জিনে বড়সড় ক্ষতিও হতে পারে এর জেরে। তবে প্লেনের ভিতর এই পায়রাটি কেন ঢুকে পড়েছিল সে ব্যাপারে অবশ্য কিছু জানা যায়নি। নেট দুনিয়ায় ভিডিও ছড়িয়ে পড়তেই অবশ্য হাসি-মশকরায় মেতেছেন নেটিজেনরা। কেউ কেউ বলেছেন, “পায়রাটার বোধহয় আর ডানায় ভর দিয়ে উড়তে ইচ্ছে করছিল না। তাই প্লেনে চড়েই এবার সফরের সিদ্ধান্ত নিয়েছিল সে।“