দেশের সময়ওয়েবডেস্কঃ হাসপাতাল থেকে ছাড়া পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর পায়ের প্লাস্টার কাটা হয়েছে। সাত দিন পরে আবার তাঁকে পরীক্ষা করে দেখা হবে। যদিও মন্ত্রীকে আরও দুদিন হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু উনি নিজেই অনুরোধ করেছেন ছুটির জন্য। তাই সব দিক বিবেচনা করে মমতাকে ছুটি দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সন্ধেতেই তড়িঘড়ি গ্রিন করিডরে করে কলকাতায় এনে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই ও অন্যান্য নানা পরীক্ষা করা হয়, চিকিৎসা করা হয়।
গতকাল, বৃহস্পতিবার হাসপাতালের বেডে শুয়েই ভিডিও বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। তাতে তিনি বলেন, “আমি আশা করি দু-তিন দিনের মধ্যে নিজের ফিল্ডে ফিরে যেতে পারব। তবে হয়তো পায়ের প্রবলেম থাকবে। কিন্তু আমি ম্যানেজ করে নেব।” তিনি এও বলেন, “আমার মিটিংগুলো আমি কিছুই নষ্ট করব না। কিন্তু হয়তো আমাকে কিছুদিন হুইল চেয়ারে ঘুরতে হবে। সেটা নিয়ে আপনাদের সহযোগিতা চাইব।”
তবে আজ হাসপাতাল জানিয়েছিল, এখনই হয়তো হাসপাতাল থেকে ছাড়া হবে না মুখ্যমন্ত্রীকে। এই সপ্তাহটা পর্যবেক্ষণেই রাখা হতে পারে। আরও খানিকটা সুস্থ হয়ে আগামী সপ্তাহ থেকে ফের দলীয় কর্মসূচিতে যোগ দিতে পারেন তিনি। কবে ছাড়া হবে, সেই সিদ্ধান্ত নিতে মেডিক্যাল বোর্ড আলোচনা করবে। আজ দিনভর মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর রাখবেন চিকিৎসকরা।
কিন্তু বেলা বাড়তেই দেখা যায়, মুখ্যমন্ত্রীর গাড়ি হাসপাতালে গিয়ে পৌঁছয়। তখনই গুঞ্জন শুরু হয়, আজই ছেড়ে দেওয়া হবে মুখ্যমন্ত্রীকে। অবশেষে সন্ধে ৭টা নাগাদ হাসপাতাল থেকে বাড়ির দিকে রওনা দেন তিনি।