প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গৃহবধূ, বাগদায় বাড়িতে চড়াও হয়ে অ্যাসিড হামলা যুবকের

0
758

দেশের সময় , বাগদা: প্রেমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন গৃহবধূ। লাগাতার চেষ্টা, হুমকিতে কাজ না হওয়ায় শেষে বধূর মুখে অ্যাসিড ছুড়ে মারল যুবক। মারাত্মকভাবে জখম হয়েছেন ওই মহিলা। শরীরের নানা জায়গা ঝলসে গেছে। অ্যাসিড লেগে জখম হয়েছে তাঁর দু’বছরের ছেলেও। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

উত্তর ২৪ পরগনার বাগদার সিন্দ্রানী এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম বাপি বিশ্বাস। বাড়ি বনগাঁ থানার বোচাখালি এলাকায়। ২৩ জানুয়ারি সন্ধ্যায় ওই মহিলার বাড়িতে চড়াও হয়ে তাঁর ওপর হামলা চালায় বাপি। অ্যাসিডে ঝলসে যায় মহিলার শরীর। তাঁর বছর দুয়েকের ছেলেও জখম হয়েছে। দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মহিলার স্বামী জানিয়েছেন, তাঁদের বাড়িতেই একসময় ভাড়া ছিলেন বাপি ও তার স্ত্রী। বাপি রোজ রাতে মদ্যপ অবস্থায় এসে স্ত্রীয়ের সঙ্গে অশান্তি করতেন। এই ঝামেলা এত বেড়ে গিয়েছিল যে স্বামী-স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেন তিনি। এরপরেই তাঁর স্ত্রীকে উত্যক্ত করতে শুরু করে বাপি। অভিযোগ, মাঝে মাঝেই বাড়িতে এসে প্রেমের প্রস্তাব দিত অভিযুক্ত। গৃহবধূ তাতে রাজি না হলে নানাভাবে হুমকি দিয়ে যেত। নির্যাতিতার স্বামী বলছেন, তিনি বাড়িতে না থাকার সুযোগে বাপি চড়াও হয়। হামলা করে তাঁর স্ত্রী ও সন্তানের ওপরে। গোটা ঘটনাই পুলিশকে জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযুক্তকে গ্রেফতার করে বনগাঁ আদালতে পেশ করা হলে তাঁর ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আদালতের সরকারি আইনজীবী সমীরদাস বলেন, অভিযুক্তের বিরুদ্ধে ৩২৬এ ধারায় মামলা দায়ের হয়েছে। বিচারক অভিযুক্তকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

Previous articleNarendra Modi: আমিও এনসিসি ক্যাডেট ছিলাম : মোদী
Next articleMadan Mitra: পথ দুর্ঘটনার কবলে মদন মিত্র,আহত বিধায়ক বললেন ‘বেঁচে গেলাম’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here