প্রেমের টানে ‘কাঁটা তার’ টপকে যাবে ওপার বাংলায়! ডায়মন্ড হারবারের বাড়ি থেকে পালিয়ে গভীর রাতে পেট্রাপোল সীমান্তে  পৌঁছায় কিশোরী , দেখুন ভিডিও

0
11
রাহুল দেবনাথ ,দেশের সময়

বাংলাদেশী প্রেমিকের টানে দক্ষিণ ২৪পরগনার ডায়মন্ড হারবার থেকে বনগাঁর পেট্রাপোল সীমান্তে এসে পথ হারিয়ে ফেলেছিল কিশোরী। উদ্দেশ্য ছিল সীমান্তের কাঁটাতার পেরিয়ে প্রেমিকের বাড়ি পৌঁছাবে সে । গুগল ম্যাপ দেখে সে যাওয়ার চেষ্টাও করছিল। বনগাঁ স্টেশন থেকে টোটোয় চেপে রাতে পেট্রাপোল থানার জয়ন্তীপুর বাজারে পৌঁছায় কিশোরী। তবে তার পরিকল্পনায় জল ঢেলে তাকে পুলিশের হাতে  তুলে দেয় সীমান্তের বাসিন্দারা। দেখুন ভিডিও

পুলিশ সূত্রে জানা গিয়েছে , দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের ফলতা এলাকায় নাবালিকার বাড়ি । বৃহস্পতিবার বাড়ি থেকে পালিয়ে বনগাঁ- শিয়ালদা লোকাল ট্রেন ধরে বনগাঁ এসেছিল । একটি প্রেমের বিষয় রয়েছে ।

কিশোরীকে  জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে ওই সময় স্থানীয় কয়েকজন তাকে তার গন্তব্যে পৌঁছে দেবে বলে নিয়ে যায় সীমান্ত এলাকায়। তাকে আটকে রেখে হেনস্থা করা হয় বলে অভিযোগ । কিশোরীর  চিৎকার চেঁচামিচ শুনে আশপাশের লোকজন খবর দেয় পেট্রাপোল থানার পুলিশকে । পুলিশ এসে কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায়। গভীর রাতে ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানার জয়ন্তপুর সীমান্তে ।

সীমান্তের স্থানীয় বাসিন্দাদের কথায় ,বাংলাদেশের যশোরের এক যুবকের সঙ্গে ওই নাবালিকার সোশ্যাল মিডিয়ায় পরিচয় রয়েছে । তার সঙ্গে দেখা করার উদ্দেশ্য নিয়ে প্রেমের টানে সীমান্ত এলাকায় এসেছিল ওই নাবালিকা। উদ্যেশ্য ছিল কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে তার প্রেমিকের কাছে যাবে ।

কিশোরীর কথায়,  ওই ছেলেদের উদ্দেশ্য ভালো ছিল না। তাদের হাত থেকে বাঁচতে ছাদ থেকে লাফ দিয়ে  পালানোর চেষ্টা করে সে । তখনই স্থানীয় লোকজন এসে উদ্ধার না করলে আমার সর্বনাশ হয়ে যেত ।আমার জামা ধরে টানাটানি করছিল ওই যুবকেরা।

স্থানীয় মানুষের কথায় , কিশোরীর বয়স ১৮ বছরের নিচে। ফলে মেয়েটির ভবিষ্যতের কথা ভেবে পুলিশের  কাছে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে ,কিশোরী বাড়ি থেকে পালিয়ে আসে । তাঁর পরিবার স্থানীয় ফলতা থানায় নিখোঁজ ডাইরিও করেছিল । ফলতা থানায় বিষয়টি জানানো হয়েছে । ফলতা থানা পুলিশের হাতে তুলে দেওয়া হচ্ছে তাকে ।

Previous articleMatua:মতুয়া ভক্তদের স্বস্তি : ঠাকুর নগর ঠাকুরবাড়িতে দুই পরিবার মিলেই হবে বারুনির মেলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here