দেশেরসময় ওয়েবডেস্ক: গঙ্গাবক্ষে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রর প্রচার ঘিরে উৎসাহ তুঙ্গে উত্তর প্রদেশে কংগ্রেস কর্মী, সমর্থকদের মধ্যে। তেরঙা পতাকায় মোড়া লঞ্চে চেপে সোমবার থেকে তিন দিন গঙ্গাবক্ষে ভেসে প্রচার করবেন প্রিয়াঙ্কা।
প্রয়াগরাজের ছটনাগ ঘাট থেকে বারাণসীর অস্সি ঘাট পর্যন্ত ১৪০ কিলোমিটার পথ জলপথে পাড়ি দেবেন সোনিয়াকন্যা। সোমবার সকালেই প্রয়াগরাজের বড়ে হনুমান মন্দিরে পুজো দেন প্রিয়াঙ্কা।
- গঙ্গা নিয়েই ফের নতুন যুদ্ধ। কারণ পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী সেই গঙ্গাতেই নামছেন প্রচার যুদ্ধে।
- উদ্দেশ্য, উত্তরপ্রদেশের সর্বস্তরের মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি।
- বারাণসী থেকে প্রয়াগরাজ – এই পথে তিন দিন ধরে প্রচার করবেন তিনি।
তারপর প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে গঙ্গা–যমুনা এবং অধুনা লুপ্ত সরস্বতী নদীর পুজো দিয়ে সফর শুরু করেছেন।
প্রিয়াঙ্কার জলপথে প্রচারের এই অভিনব আয়োজনের জন্য কংগ্রেস কর্মী–সমর্থকদের মধ্যে তৎপরতা এবং উৎসাহ তুঙ্গে।
কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে প্রিয়াঙ্কার প্রচারের ১৪০ কিলোমিটার পথ। উত্তর প্রদেশের সাধারণ মানুষের মধ্যেও তাঁর এই গঙ্গায় প্রচার দেখতে উৎসাহ প্রচুর।
সনিয়া-কন্যা গঙ্গানদীকে ভারতীয় সংস্কৃতির অঙ্গ হিসেবে তুলে ধরবেন বলে জানা গিয়েছে। প্রিয়াঙ্কার এই যাত্রা নিয়ে এমনিতেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তিনি মাঝের এক মাস উত্তরপ্রদেশে না-যাওয়ায় তা নিয়ে কথাও উঠতে শুরু করেছিল।
কিন্তু যখন তিনি আসছেন, তখন সকলকে চমকে দিয়ে আসছেন। অনেকেই মনে করছেন, প্রিয়াঙ্কার এই অভিনব প্রচার মানুষের কাছে তাঁকে আরও গ্রহণযোগ্য করে তুলবে।