প্রাপ্তিযোগ সিংহের, রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন মীন পড়ুন রাশিফল

0
764

মেষ/ARIES


আপনি যদি মেষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কর্মপরিবেশ খুব একটা অনুকূল নাও থাকতে পারে। ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন।


বৃষ / TAURUS


আপনি যদি বৃষ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে। সৃজনশীল কাজে অংশ নিতে পারেন। সেক্ষেত্রে সাফল্য লাভের সম্ভাবনা আছে। পড়াশোনায় মন বসাতে পারবেন। রোমান্স ও বিনোদন শুভ।


মিথুন GEMINI


আপনি যদি মিথুন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কোনো স্থাবর সম্পত্তি কেনাকাটার সম্ভাবনা আছে। মন ভালো থাকবে। অসুস্থ মায়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে। কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন।

কর্কট CANCER


আপনি যদি কর্কট রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। কাজকর্মে উত্সাহবোধ করবেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন।


সিংহ LEO


আপনি যদি সিংহ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। কাউকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা সহজ হতে পারে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। বাড়িতে অতিথি সমাগম হতে পারে।


কন্যা VIRGO


আপনি যদি কন্যা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে মানসিক প্রশান্তি বজায় থাকবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

তুলা LIBRA


আপনি যদি তুলা রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যয় বাড়তে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন।


বৃশ্চিক SCORPIO


আপনি যদি বৃশ্চিক রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধির সম্ভাবনা আছে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। জনসম্পৃক্ততা বাড়তে পারে। ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারেন।


ধনু SAGITTARIUS


আপনি যদি ধনু রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। পিতৃস্বাস্থ্য ভালো থাকতে পারে। সামাজিক অবস্থান সুদৃঢ় হবে। সম্ভাব্যক্ষেত্রে চাকরিজীবী কেউ পদোন্নতি পেতে পারে।

মকর CAPRICORN


আপনি যদি মকর রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। কোনো আশা পূরণ হতে পারে। কাজকর্মে ভাগ্যের আনুকূল্য পাবেন। পেশাগত দিক ভালো যাবে।


কুম্ভ AQUARIUS


আপনি যদি কুম্ভ রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে দিনটি মিশ্র সম্ভাবনাময়। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। পরধনপ্রাপ্তির সম্ভাবনা আছে। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন।


মীন PISCES


আপনি যদি মীন রাশির জাতক/জাতিকা হয়ে থাকেন তবে বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতা পেতে পারেন। কারো সঙ্গে বিবাদে জড়ানো থেকে বিরত থাকুন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন।

Previous article‘একজন মুসলিমেরও নাগরিকত্ব যাবে না, টিকাকরণ শেষ হলেই শুরু নাগরিকত্ব দেওয়ার কাজ, ঠাকুরনগরে ঘোষণা অমিত শাহের
Next articleরাজ্যে বামেদের ডাকা ১২ ঘণ্টার হরতালে মিশ্র প্রভাব, চলছে বাস, ট্রেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here