প্রয়াত কবি অলোকরঞ্জন দাশগুপ্ত

0
729

দেশের সময়ওয়েবডেস্কঃ চলে গেলেন কবি অলোকরঞ্জন দাশগুপ্ত। বয়স হয়েছিল ৮৭ বছর। জার্মানিতে বসবাসকারী কবি দীর্ঘদিন ধরেই নানান অসুখে ভুগছিলেন। মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবি।


শান্তিনিকেতন বিশ্বভারতীর ছাত্র ছিলেন অলোকরঞ্জন। পড়েছেন সেন্ট জেভিয়ার্সেও৷ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি সম্পন্ন করে ১৯৫৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রায় চোদ্দ বছর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য বিভাগে অধ্যাপনা করেছেন তিনি। এরপরে হাম্বোলড ফাউন্ডেশন ফেলোশিপ নিয়ে পাড়ি দেন বিদেশে।


তাঁর বিদগ্ধ কবিতাভাষা আদৃত হয়েছিল পাঠকদমাজে। পঞ্চাশের দশকের এই জনপ্রিয় কবি রেখে গেলেন বাংলা ভাষায় কুড়িটিরও বেশি কাব্যগ্রন্থ। রেখে গেলেন ফরাসি ও জার্মান ভাষায় একাধিক উল্লেখযোগ্য অনুবাদের কাজ। কবিতা লিখে পেয়েছেন বহু পুরস্কার। তার মধ্যে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুধা বসু সম্মান (১৯৮৩), আনন্দ পুরস্কার (১৯৮৫), প্রবাসী ভারতীয় সম্মান (১৯৮৫), রবীন্দ্র পুরস্কার (১৯৮৭)। কাব্যগ্রন্থ ‘মরমী করাত’এর জন্য ১৯৯২ সালে সাহিত্য অকাদেমি পুরস্কার পান অলোকরঞ্জন। ওই বইয়ের জন্য ২০০৫ সালে তিনি আবার প্রবাসী ভারতীয় সম্মাননাও লাভ করেন। তাঁর মৃত্যুতে বাংলার কবিতাজগতে নেমে এসেছে শোকের ছায়া।

Previous articleআজ প্রেমে সাফল্য আসতে পারে,রয়েছে আর্থিক উন্নতিও,রাশিফল মিলিয়ে নিন এখনই
Next articleপ্রতি মাসেই বাংলায় আসবেন নাড্ডা-শাহ ,জানিয়েছেন দিলীপ ঘোষ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here