দেশের সময় ওয়েবডেস্কঃ সারাদিনের টানাপড়েন শেষ হল। মুক্তি পেলেন ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় দূতাবাসের দুই কর্মী। এদিন সন্ধ্যায় তাঁদের ইসলামাবাদে ভারতীয় হাইকমিশনের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। মুক্তি পাওয়া দুই দূতাবাস কর্মীর উপরে অত্যাচারের অভিযোগ উঠেছে। দু’জনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে বলে সাউথ ব্লক সূত্রে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে তাঁদের আটক করা হয়েছিল তা নিয়ে এখনও কিছু জানায়নি পাক সরকার।
জানা গিয়েছে, গ্রেফতারের পরে ভারতীয় হাইকমিশনের থেকে দু’কিলোমিটার দূরে ইসলামাবাদের সেক্রেটারিয়েট থানায় ওই দুই ভারতীয়কে রাখা হয়। সকাল থেকে এনিয়ে দু’দেশের মধ্যে টানাপড়েনের পরে সমাধান সূত্র মেলে। এর পরেই সেখানকার হাইকমিশনের দুই আধিকারিক তাঁদের ছাড়াতে যান। তাঁদের হাতে আটক দু’জনকে তুলে দেওয়া হয়।
বিদেশমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত সিআইএসএফ-এর দুই কর্মী অফিসের গাড়ি নিয়ে বের হয়েছিলেন। এর পরে অনেকটা সময় কেটে গেলেও তাঁরা গন্তব্যে পৌঁছননি। সকাল ৮টার পর থেকে তাঁদের সঙ্গে যোগাযোগও করা যায়নি। এর পরেই নিঁখোজ দুই কর্মীকে নিয়ে নানা জল্পনা শুরু হয়। দিল্লিও তৎপর হয়।
ভারতীয় বিদেশমন্ত্রক বিষয়টি নিয়ে পাক প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। পরে জানা যায়, নিখোঁজ ভারতীয় দূতাবাসের ওই দুই কর্মী পাক গুপ্তচর সংস্থা আইএসআই-এর হেফাজতে রয়েছেন। যদিও পাক সংবাদমাধ্যমগুলি জানায়, গাড়ি নিয়ে যাওয়ার সময়ে এক পথচারীকে চাপা দিয়ে পালানোর চেষ্টা করেন ওই দু’জন। সেই কারণে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
এদিকে নয়াদিল্লিতে পাক দূতাবাসের ভারপ্রাপ্ত কূটনীতিককে ডেকে পাঠায় বিদেশমন্ত্রক। তাঁর মাধ্যমে ইসলামাবাদে বার্তা পাঠানো হয়, ওই দুই কর্মীকে দ্রুত নিরাপদে দূতাবাসে ফিরিয়ে দিতে হবে। এর পরেই ইসলামাবাদে ওই দুই ভারতীয়কে মুক্তি দেওয়া হয়।