প্রধানমন্ত্রীর মুখে ঐক্যের বাণী, বছরের শেষ মন কি বাত অনুষ্ঠানে

0
439

,

দেশের সময়ওয়েবডেস্কঃ ভারতবাসী করোনার বিরুদ্ধে এক পরিবার হয়ে লড়াই করেছে, এই ঐক্যবদ্ধতাই করোনাকে হারাবে, বছরের শেষ ‘মন কি বাত’ অনুষ্ঠানে জাতির উদ্দেশে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বড়দিনে দেশবাসীর জন্য গতকালই বড় উপহার দিয়েছিলেন মোদী। স্বাস্থ্য কর্মী ও বয়স্কদের জন্য করোনার বুস্টার ডোজের ঘোষণা করেন তিনি। পাশাপাশি, ১৫-১৮ বয়সী শিশুদের জন্য নতুন বছরে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলেও জানান তিনি। এই ঘোষণার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রধানমন্ত্রী এবছরের শেষ রেডিও অনুষ্ঠানে, ঐক্যের কথা শোনালেন।

এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, ১০০ বছরের মধ্যে সবচেয়ে বড় লড়াই করেছে দেশবাসী। করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে করা লড়াই বুঝিয়ে দিয়েছে ভারতবাসীর জনশক্তি। প্রত্যেকের প্রচেষ্টা ছাড়া এটা সম্ভব হত না।’

এদিনের অনুষ্ঠান থেকে তিনি সম্প্রতি কালে ঘটে যাওয়া ভারতের বড় বিমান দুর্ঘটনার কথা স্মরণ করেও দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এই দুর্ঘটনায় আমরা আমাদের দেশের সেনা প্রধান বিপিন রাওয়াত ও তাঁর স্ত্রী সহ বেশ কয়েকজন সাহসী সেনাকে হারাই। এমনকি বরুণ সিংও অনেকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করেছিলেন।’

Previous articleMatua Politics: বিজেপি-র গ্রুপ ত্যাগের ২৪ ঘণ্টার মধ্যে শান্তনু- সুব্রতকে তৃণমূলে ফেরার ডাক মমতাবালার ঠাকুরের, সুকান্ত মজুমদারের কাছে ‘ভুল’ স্বীকার বিধায়কের! কিন্তু কেন?
Next articleBelur Math: দীর্ঘদিন পর সারদা দেবীর জন্মতিথি উপলক্ষে দর্শনার্থীদের জন্য খুলল বেলুড় মঠের দরজা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here