দেশের সময়, বনগাঁ: সোমবার পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র। সঙ্গে ছিলেন সুরজিৎ কর পুরকায়স্থ সহ রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা।
লকডাউন পরিস্থিতিতে পেট্রাপোল সীমান্তের অবস্থা কেমন, তা খতিয়ে দেখতে এদিন দুপুরে সীমান্তে আসার আগে বনগাঁ পুলিশ জেলার সদর কার্যালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সীমান্তের ইমিগ্রেশন এবং কাস্টমস অফিস, পেট্রাপোল থানা এবং শুন্য পয়েন্ট এলাকা ঘুরে দেখেন আধিকারিকরা।
এ ব্যাপারে বিস্তারিত কিছু না জানালেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরেন্দ্র জানান, বর্তমান পরিস্থিতিতে সীমান্ত এলাকার অবস্থা কেমন আছে, তা দেখতেই এখানে আসা।
বর্তমান পরিস্থিতিতে কোথাও কোনো সমস্যা হলে সাধারণ মানুষ যেন কন্ট্রোল রুমে ফোন করে তাদের পরিস্থিতি জানান। জেলা থেকে রাজ্য বিভিন্ন জায়গাতেই কন্ট্রোল রুম খোলা হয়েছে। ২৪ ঘন্টাই খোলা থাকছে কন্ট্রোল রুম।