পিকচার আভি বাকি হ্যায়’, চিদম্বরমের প্রসঙ্গে কেন এমন বার্তা মোদীর!

0
849

দেশের সময় ওয়েবডেস্কঃ জেলে কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেই প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, ‘পিকচার আভি বাকি হ্যায়।’ চার শব্দের এই বাক্য নিয়েই রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কেন এমন কথা বললেন মোদী?

বৃহস্পতিবার রাঁচিতে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করলেন নমো। প্রধানমন্ত্রীর হাতে সূচনা হয় সাহিবগঞ্জে দেশের দ্বিতীয় মাল্টি মডেল টার্মিনাল। এছাড়াও রাঁচির নয়া কলেবরের স্টেট অফ দ্য আর্ট বিধানসভা ভবনেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

ভিত্তি প্রস্তর স্থাপন করেন নতুন সচিবালয়ের। সেই অনুষ্ঠানেই তাঁর ভাষণে প্রধানমন্ত্রী এদিন বলেন, দেশে কোনও রকম দুর্নীতি তিনি বরদাস্ত করবেন না। দোষীরা শাস্তি পাবে, জেলে যাবে। নাম না করে কটাক্ষ করেন প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরমকেও।

মোদী এদিন নিজের দ্বিতীয় সরকারের একশো দিনের কাজের কথা উল্লেখ করতে গিয়ে তাৎক্ষণিক তালাক নিষিদ্ধ করার কথা থেকে কাশ্মীর থেকে অনুচ্ছেদ ৩৭০ বিলোপ সহ বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি বলেন দেশে দুর্নীতি থেকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ রুখতে তাঁর সরকার আরও কঠোর পদক্ষেপ করতে তৈরি।

এই প্রসঙ্গেই তিনি বলেন, এখনও অনেক কিছু দেখার বাকি রয়েছে। আর এখানেই উঠছে প্রশ্ন। বাংলা থেকে দিল্লি সর্বত্রই নানা তদন্ত চলছে রাজনীতিকদের বিরুদ্ধে। তবে কি এবার নতুন কোনও বিরোধী নেতা সঙ্কটে পড়তে পারেন! মোদীর এই বার্তার পিছনে কি লুকিয়ে আছে তেমনই কোনও ইঙ্গিত? নানা প্রশ্ন রাজনৈতিক মহলে।

Previous articleবাংলায় এনআরসি করতে দেব না:‌ মমতা‌
Next articleপ্লাস্টিক দূষণ রুখতে, বনগাঁ পুরসভার উদ্যোগে সচেতনতা শিবির ও পদযাত্রা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here