পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বনগাঁ শাখার উদ্যোগে গ্রাহক ও স্থানীয় মানুষের হাতে মাস্ক এবং স্যানিটাইজার তুলে দিলেন ব্যাঙ্ক কর্মীরা

0
880

দেশের সময় ওয়েবডেস্কঃ গোটা পৃথিবী জুড়ে করোনা আতঙ্কে ভুগছেন মানুষ লক্ষ লক্ষ মানুষ আক্রান্ত। ভ্যাকসিন এখনো আবিষ্কৃত হয়নি। এই পরিস্থিতিতে করোনা থেকে নিজেকে দূরে রাখতে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সঙ্গে স্যানিটাইজার। এই বিষয়ে মানুষকে সচেতন করতে সোমবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বনগাঁ শাখার পক্ষ থেকে মাস্ক এবং স্যানিটাইজার সাধারণ মানুষের মধ্যে বিলি করা হল।

এদিন ব্যাংকের বনগাঁর কার্যালয়ের সামনে একটি ঘরোয়া আরোম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক মানুষের হাতে ব্যঙ্কের লোগো দেওয়া মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হল। ব্যাংকের বনগাঁ শাখার ম্যানেজার জানালেন, করোনা পরিস্থিতি মোকাবেলা করতে ব্যাংকের একটি সামাজিক দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন গোটা দেশের ৬০০ টি শাখায় একই কর্মসূচি পালন করা হয়। এদিন ব্যাংকের বনগাঁর কার্যালয়ের সামনে একটি ঘরোয়া আরোম্বরহীন অনুষ্ঠানের মাধ্যমে শতাধিক মানুষের হাতে ব্যাংকের লোগো দেওয়া মাস্ক এবং স্যানিটাইজার তুলে দেওয়া হল।

Previous articleশাহরুখের জনপ্রিয় পোজ ও সংলাপ দিয়ে করোনা-প্রচার অসম পুলিশের
Next articleবাংলায় সপ্তাহে দু’দিন সম্পূর্ণ লকডাউন, ঘোষণা করল রাজ্য সরকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here