পাকিস্তানি,বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিনিয়ে দিলে পুরস্কার মিলবে ৫০০০ টাকা! পোস্টারে ছেয়ে গেছে মহারাষ্ট্র

0
660

দেশের সময় ওয়েবডেস্কঃ অবৈধ ভাবে অনুপ্রবেশকারী কোনও পাকিস্তানি বা বাংলাদেশির সম্পর্কে তথ্য দিলেই তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে! এমনই পোস্টার ছাপিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। আর সেই পোস্টারে কার্যত ছেয়ে গেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ এলাকা।


গত বছরের শেষ দিকে কেন্দ্রীয় সরকারের নাগরিকত্ব আইন নিয়ে গণ্ডগোল শুরু হওয়ার পর থেকেই ভারতে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে জনমত শক্তিশালী হয়ে উঠেছে। এই অবস্থায় মহারাষ্ট্রে প্রকাশ্যে পোস্টার টাঙিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। পোস্টারটি মারাঠি ভাষায় লেখা। তাতে ছবি রয়েছে সেনা প্রধান রাজ ঠাকরের। পোস্টারে বলা হয়েছে, যারা পাকিস্তানি কিংবা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিষয়ে সঠিক তথ্য দেবে, তাদের পাঁচ হাজার টাকা প্রদান করা হবে।

কয়েক দিন আগেই নব নির্মাণ সেনার নতুন দলীয় পতাকায় দলের প্রধান রাজ ঠাকরে ও তার পুত্র অমিত ঠাকরের ছবি দিয়ে একাধিক জায়গায় আরও একটি পোস্টার সাঁটানো হয়েছিল। লেখা হয়েছিল, বাংলাদেশিরা মহারাষ্ট্র না ছাড়লে নিজস্ব কায়দায় তাড়ানো হবে।

এমএনএস কেন্দ্রের নাগরিকত্ব আইন এবং নাগরিকপঞ্জিকে সরাসরি সমর্থন জানিয়েছে। ফলে তার নিরিখেই যে রাজ্যের অনুপ্রবেশকারীদের তাড়াতে এই কট্টরপন্থী দল কড়া পদক্ষেপ করবে, তা অপ্রত্যাশিত নয়।

Previous articleরাশিফল:আজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন
Next articleকরোনাভাইরাসে আক্রান্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট!রেকর্ড পতন শেয়ার বাজারে, সেনসেক্স পড়ল ১,‌১৫৫ পয়েন্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here