পর্ণশ্রীর জোড়া খুনে , চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে , গৃহকর্তার আংটিতে মিলল রক্তের দাগ!

0
431

দেশের সময় ওয়েবডেস্কঃ বেহালার পর্ণশ্রীতে মা আর ছেলের খুনের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তদন্ত যত এগোচ্ছে ততই ঘনাচ্ছে রহস্যের জট।

প্রথমে জানা গিয়েছিল, যে সময় এই খুনের ঘটনা ঘটেছে তখন ওই বাড়ির গৃহকর্তা অর্থাৎ নিহত মহিলার স্বামী বাইরে ছিলেন। বাড়ি ফিরে তিনি দেখেন খাটের উপর পড়ে আছে তাঁর স্ত্রী আর ছেলের মৃতদেহ। রক্তে ভেসে যাচ্ছে গোটা ঘর।
কিন্তু তদন্তের অগ্রগতিতে সেই ব্যক্তিই পুলিশের সন্দেহের তালিকায়। পুলিশ সূত্রের খবর, মহিলার স্বামীর হাতে যে আংটি ছিল তাতে রক্তের দাগ পাওয়া গিয়েছে।

শুধু তাই নয়, খুন করার পর বাহতরুমে গিয়ে স্নানও করেছে আততায়ী, জানতে পেরেছে পুলিশ। প্রমাণ লোপাটের জন্যেই আততায়ী এটা করেছে বলে অনুমান পুলিশের। তাই মহিলার স্বামীকে সন্দেহের তালিকা থেকে একেবারে বাদ দেওয়া যাচ্ছে না। তদন্তে আরও জানা গিয়েছে ঘটনার দিন দুপুরে ওই মহিলার ফোন বন্ধ ছিল। কেন ফোন বন্ধ ছিল তার উত্তরও খুঁজছে পুলিশ।

পুলিশ জানিয়েছে খুনি খুব একটা পেশাদার নয়। আর খুব শিগগিরই এই খুনের কিনারা করা যাবে বলে আশাবাদী তারা। পর্ণশ্রীর আবাসনে এই জোড়া খুনকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

Previous articleFinancial Fraud: বাড়ি বিক্রি করতে গিয়ে প্রায় তিন লক্ষ টাকা বনগাঁর এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে গায়েব
Next articleতালিবান নিয়ে চিনের অবস্থান আগেই জানতেন মুখ খুললেন বাইডেন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here