পরলৌকিক কর্মে প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ ! তাও আবার মানুষের নয়, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের শ্রাদ্ধানুষ্ঠানে নরেন্দ্র মোদীকে কার্ড পাঠালেন তৃণমূল সমর্থকরা

0
1559

দেশের সময় ওযেবডেস্কঃ পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে নানা ধরনের অভিনব বিক্ষোভ দেখিয়েছে বিভিন্ন সংগঠন৷ গরুর গাড়ি থেকে শুরু করে রিকশা টেনে প্রতিবাদ, বাদ যায়নি কিছুই৷ এবার রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেলের মূল্যবৃদ্ধির শ্রাদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানালেন তৃণমূল সমর্থকরা৷ রীতিমতো শ্রাদ্ধের কার্ড ছাপিয়ে এ দিন তা প্রধানমন্ত্রীর দফতরের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে৷

যদিও শ্রাদ্ধানুষ্ঠানের দিন ঘোষণা হয়নি। যেটা প্রধানমন্ত্রী নিজেই ঠিক করবেন বলেই উদ্যোক্তাদের দাবি। কিন্তু মঙ্গলবার ১৩ জুলাই প্রধানমন্ত্রীর দপ্তরে আমন্ত্রণপত্র পাঠিয়ে দেওয়া হল। জেনারেল পোষ্ট অফিস বা জিপিও থেকে। পাঠালেন হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা। স্পিড পোষ্টের মাধ্যমে। আগামী দিনে এই ধরনের আমন্ত্রণপত্র বারবার পাঠানো হবে বলে জেলা যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা৷

গোটা দেশের মতো কলকাতাতেও পেট্রোলের দাম একশো টাকা ছাড়িয়েছে৷ ডিজেলের দাম ৯৩ টাকা পেরিয়ে গিয়েছে৷ কম যাচ্ছে না রান্নার গ্যাসও৷ গ্যাসের দামে মধ্যবিত্তের পকেটে চাপ আরও বেড়েছে৷

এই পরিস্থিতিতে রাজারহাটের কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক গ্যাস, পেট্রোল, ডিজেলের শ্রাদ্ধের কার্ড ছাপিয়ে ফেললেন৷ এ দিন জিপিও-র সামনে সেই কার্ড নিয়েই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন তাঁরা৷ পরে সেই কার্ডই দিল্লিতে প্রধানমন্ত্রীর দফতরের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হয়৷ শ্রাদ্ধের কার্ডে লেখা হয়েছে, লাগামছাড়া মূল্যবৃদ্ধির জেরে পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাস ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছে৷ তাই তাদের শ্রাদ্ধের আয়োজন করা হয়েছে৷ দিনক্ষণের উল্লেখ না থাকলেও প্রধানমন্ত্রীকে সপরিবারে শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে৷ চিঠির প্রেরকের জায়গায় লেখা রয়েছে, ‘এক হতভাগ্য তৃণমূল সমর্থক’৷

আয়োজনে কোনও ত্রুটি নেই। ঠিক যেভাবে শ্রাদ্ধানুষ্ঠানের কার্ড ছাপানো হয় সেভাবেই এই বিশেষ কার্ডটি ছাপানো হয়েছে। সাদা কার্ডে কালো হরফ। ওপরে লেখা গঙ্গা। গীতার বাণী উল্লেখ করে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে বলা হয়েছে, ‘আপনার কল্যাণে পরম আরাধ্য গ্যাস, পেট্রোল, ডিজেল ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেছেন। তাঁহাদের আত্মার শান্তি কামনায় পারলৌকিক কর্মে ব্রতী হয়েছি। এতদুপলক্ষে সপরিবারে সবান্ধবে পরলোকগত আত্মার শান্তি কামনায় ও নিয়মভঙ্গে আপনার নিমন্ত্রণ রইল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পারলৌকিক ক্রিয়াদি সুসম্পন্ন করে বাধিত করবেন এই আশা রাখি।’

তৃণমূল সমর্থক কুন্তল ঘোষ বলেন, ‘পেট্রোল, ডিজেল, গ্যাসের যে হারে দাম বেড়েছে তাতে সাধারণ মানুষ আর এগুলো ব্যবহার করতে পারবেন না৷ তাই এদের শ্রাদ্ধানুষ্ঠানে প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানালাম আমরা৷ ‘

Previous articleআচমকা হার্ট অ্যাটাক , প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যশপাল শর্মা প্রয়াত
Next article১৫ জুলাইয়ের পর বাংলায় বিধিনিষেধ পুরোপুরি উঠছে না কী আরও একটু শিথিল হচ্ছে! জানুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here