দেশেরসময় ওয়েবডেস্কঃ সরকারের সমস্ত উন্নয়নমূলক কাজের ভাল ভাল খবর প্রচার করলেই সংবাদমাধ্যমকে বিজ্ঞাপন দেওয়া হবে। বৃহস্পতিবার হাওড়ার প্রশাসনিক বৈঠকে স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এর আগে বুধবার উত্তর ২৪ পরগনায় প্রশাসনিক বৈঠক থেকে জেলার সাংবাদিক এবং সংবাদমাধ্যমের উদ্যেশ্যে তিনি একই কথা বলেন৷
এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের একেবারে শেষ লগ্নে হাওড়ার এক ছোট কাগজের সাংবাদিক মুখ্যমন্ত্রীকে বলেন, তাঁদের আর্থিক অবস্থা খুব সঙ্গীন। বারবার বলেও তাঁরা সরকারি বিজ্ঞাপন পাচ্ছেন না।
এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, “গ্রামীণ পত্রিকাগুলি উন্নয়নের কথা লিখলেই বিজ্ঞাপন দেওয়া হবে। বড় বড় সংবাদমাধ্যমগুলি একবার দেখাবে। কিন্তু গ্রামের কাগজ অনেকের কাছে সরকারের কাজের কথা পৌঁছে দিতে পারে।”
এখানেই থামেননি মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, জেলার সমস্ত কাগজকে প্রতিদিন একটি করে কপি পাঠাতে হবে পুলিশ সুপার, জেলাশাসককে। তাঁরা দেখে নেবেন পজিটিভ খবর হচ্ছে নাকি নেগেটিভ। বিরক্তি প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় সারাক্ষণ নেগেটিভ চলে। একটা নেগেটিভ জিনিসকেও পজিটিভ করা যায়। এরপর স্পষ্ট করে মুখ্যমন্ত্রী বলে দেন, “পজিটিভ খবর করুন। বিজ্ঞাপন পাবেন।”
এদিন হাওড়ার সাংবাদিকদের একাংশ বসার জন্য প্রেস ক্লাবের দাবি জানান। মুখ্যমন্ত্রীকে বলেন, দুটি জায়গা রয়েছে। কিন্তু তাঁদের বসতে দেওয়া হয় না। তা শুনে মুখ্যমন্ত্রী বিষয়টি দেখার জন্য প্রেস অ্যাক্রিডিয়েশন কমিটির চেয়ারম্যান বিশ্ব মজুমদারকে নির্দেশ দেন। তিনিও ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বিশ্ববাবু স্পষ্ট মুখ্যমন্ত্রীকে বলেন, জেলায় সাংবাদিকদের একাধিক উপদল রয়েছে। প্রেস ক্লাবের জায়গা রয়েছে। কারা বসবেন ওঁরাই ভোটাভুটি করে ঠিক করুক। তখন মুখ্যমন্ত্রী বলেন, আপনারাই উপদল করেন আবার আপনারাই আমাদের বিরুদ্ধে লেখেন। অন্যদিকে বুধবার উত্তর ২৪পরগনা জেলার প্রেস ক্লাবের বিষয়টি ডিএম কে দেখার জন্য বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷