নিম্নচাপের জের, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টি চলবে

0
1078

দেশের সময় ওয়েবডেস্কঃ শনিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ভিজল বৃষ্টিতে। আবহাওয়া দফতর সূত্রের খবর, ওডিশা উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে। তার জেরে এই বৃষ্টি রাজ্যে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

  • শনিবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ভিজল বৃষ্টিতে। আবহাওয়া দফতর সূত্রের খবর, ওডিশা উপকূলে একটি নিম্নচাপ সৃষ্টি হয়েছে।
  • তার জেরে বৃষ্টি হতে পারে এই রাজ্যে।
  • শনি ও রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা ছাড়াও দুই চব্বিশ পরগনা, হাওড়া ও হুগলিতে। তবে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টিপাত বেশি হবে। বৃষ্টির জন্য তাপমাত্রা সাময়িক কমলেও দিনের বেলা আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পূর্বাভাস আলিপুর আবহাওয়া অফিসের। রাজ্যে এ বছর বর্ষার মরসুমে বৃষ্টির ঘাটতি ছিলই। তবে ভাদ্রের শুরুতে কিছুটা হলেও ঘাটতি পুষিয়েছে।

Previous articleগোকুলামকে গুরুত্ব দিচ্ছেন মোহনবাগান কোচ
Next articleসঙ্কটজনক,ভেন্টিলেশনে জেটলি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here