দেশের সময় ওয়েবডেস্কঃ : চালু হয়ে গেল নিউটাউনের সেই ‘ক্যানভাস’ সাবওয়ে। বিভিন্ন ম্যুরালে সাজানো ওই সাবওয়েতে রয়েছে বইয়ের দোকান, চায়ের স্টল।
কলকাতার নতুন আকর্ষণ বিশ্ব বাংলা গেটের সামনেই এই ভূগর্ভস্থ পথটি তৈরি করা হয়েছে। যা রবীন্দ্র তীর্থ এবং স্মার্ট প্লাজার সঙ্গে যুক্ত। এই সাব-ওয়ের ২৪০ ফুট অংশজুড়ে আঁকা রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ সহ কলকাতার একাধিক দ্রষ্টব্যর ছবি। রয়েছে কলকাতার খাবার থেকে শুরু করে সংস্কৃতি। দুর্গাপুজো, কাশফুল, ময়দানে ফুটবল, এমনকী বাঙালির প্রিয় মাছ এবং তার সঙ্গে উঠে আসা বিতর্ক! চিংড়ি, ইলিশের মেলবন্ধনের ছবি ফুটে উঠেছে দেওয়ালে।
মাত্র ১০ দিনের মধ্যেই এই বিরাট ‘ক্যানভাস’ তৈরি করেছেন শিল্পী সায়ন মুখার্জি এবং তাঁর দল। দলে ১০ জন শিল্পী ছিলেন।
হিডকোর চেয়ারম্যান ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম শুক্রবার বিকেলে নতুন সাবওয়ের উদ্বোধন করেন। ছিলেন এমডি দেবাশিস সেন।