নারদকাণ্ড: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে সিবিআই

0
581

 

দেশের সময় ওযেবডেস্কঃ নারদ মামলায় নাটকীয় মোড়। নারদ মামলায় রাজ্যের দুই মন্ত্রী-সহ চার অভিযুক্তের ভবিষ্যত নিয়ে শুনানির জন্য শুক্রবার বৃহত্তর বেঞ্চ গঠন করেছিল কলকাতা হাই কোর্ট। সেই বেঞ্চ গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গেল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। রবিবার মধ্যরাতে অনলাইনে সুপ্রিম কোর্টে আবেদন জানায় তারা। কলকাতা হাই কোর্টে সোমবার হতে চলা শুনানি স্থগিতের আর্জিও রয়েছে সেই আবেদন। সোমবার এ বিষয়ে শুনানির জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানাবে সিবিআই। সিবিআইয়ের এই আর্জির জেরে অনিশ্চিত হয়ে পড়ল সোমবারই হাই কোর্টে শুনানি।

উল্লেখ্য, নারদ মামলার শুনানি ঘিরে কলকাতা হাইকোর্টে নাটকীয় মোড় নেয়। জেল হেফাজত থেকে রেহাই পেয়েছেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র। আপাতত চার হেভিওয়েটকে গৃহবন্দি থাকতে হবে। এই মামলায় হাইকোর্টে বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়েছে। আজ থেকে বৃহত্তর বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার কথা।

এদিকে, নারদ মামলায় চার হেভিওয়েটের জামিন মঞ্জুর নিয়ে জটিলতা তৈরি হয়। হাইকোর্টে দুই বিচারপতির মধ্যে মতভেদ তৈরি হয়। আদালত সূত্রে জানা যাচ্ছে, জামিন মঞ্জুর করেছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। জামিন মঞ্জুরের বিরোধিতা করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।সুব্রত মুখোপাধ্যায়ের আইনজীবী সংবাদমাধ্যমে জানান, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি চেয়েছেন, গৃহবন্দি হিসেবে রাখা হোক। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় চান অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হোক। যতদিন পর্যন্ত বৃহত্তর বেঞ্চে মামলা নিয়ে নিষ্পত্তি না হচ্ছে, ততদিন চারজনকে গৃহবন্দি হয়ে থাকতে হবে।

অন্যদিকে, নারদ মামলা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন ফিরহাদ হাকিমের কন্যা। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছেন তিনি। ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন ফিরহাদ হাকিম। বাড়ি থেকেই প্রশাসনিক কাজ সামলাচ্ছেন তিনি। এদিকে, দীর্ঘ টানাপোড়েনের পর শনিবার বাড়ি ফিরেছেন প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়। কামারহাটির বিধায়ক মদন মিত্র ও রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় অসুস্থ হয়ে এসএসকেএম-এ চিকিৎসাধীন রয়েছেন।

Previous articleইয়াস কি আমফানের মতোই শক্তিশালী ? যা জানাচ্ছে আবহাওয়া দফতর
Next articleঘূর্ণিঝড় ‘ইয়াস’ দিঘা থেকে দূরত্ব আর ৬৩০ কিলোমিটার জানাল আবহাওয়া দফতর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here