দেশের সময় ওয়েবডেস্কঃ বামেদের ভরসা পরিচিত মুখেই। প্রথম ও দ্বিতীয় দফার ৬০ আসনের প্রার্থী তালিকায় তরুণ ব্রিগেডের দেখাও সেভাবে মিলল না। চমক নারায়ণগড়ে। সংযুক্ত জোটে কংগ্রেস, আব্বাস সিদ্দিকির আইএসএফ -এর সঙ্গে আসন রফা এখনও সম্পূর্ণ না হওয়ায় বাকি রইল পিংলা, নন্দীগ্রাম ও এগরা আসনে প্রার্থী ঘোষণা। আলিমুদ্দিনের পার্টি অফিস থেকে বাকি আসনে বামেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন বিমান বসু।

জোট হল। একসঙ্গে ব্রিগেড হল। কিন্তু একসঙ্গে প্রার্থী ঘোষণা করতে পারল না বাম-কংগ্রেস-আইএসএফ। শুক্রবার আলিমুদ্দিন স্ট্রিটে সাংবাদিক বৈঠক করেন বিমান বসু। তবে বামফ্রন্ট চেয়ারম্যান শুরুতেই জানিয়ে দেন এখনও প্রথম দু’দফা ভোটের ৬০ আসনে ১০০ শতাংশ নিষ্পত্তি হয়নি। তাই কিছু কেন্দ্র বাদ রেখেই প্রার্থী ঘোষণা করা হচ্ছে।

কংগ্রেসের হাইকম্যান্ড এখনও বিধানভবনের তালিকায় সিলমোহর দেয়নি। তাই কংগ্রেসের ভাগের আসনগুলির নামও বিমানবাবু বলেননি। আব্বাস সিদ্দিকির দল আইএসএফও এখনও প্রার্থী চূড়ান্ত করে উঠতে পারেনি। তবে তাঁদের ভাগে কন কোন আসন তা বলেছেন বিমান বসু। এগরা, পিংলা-সহ কিছু আসন রয়েছে যেগুলি নিয়ে এখনও আসন সমঝোতা চূড়ান্ত হয়নি। নন্দীগ্রামের প্রার্থীর নামঅ ঘোষণা করেনি বামেরা। বামফ্রন্ট চেয়ারম্যান শুধু বলেন, “নন্দীগ্রাম এবার হাইপ্রোফাইল কেন্দ্র। তাই ওটা আপাতত আমরা ফাঁকা রেখেছি।”

প্রথম দফা :
পটাশপুর- সিপিআই সৈকত গিরি
কান্থি উত্তর- সুতনু মাইতি (সিপিএম)
খেজুরি- হিমাংশু দাস (সিপিএম)
কাঁথি দক্ষিণ- অনুরূপ পাণ্ডা (সিপিআই)
রামনগর- সব্যসাচী জানা (সিপিএম)
এগরা- চূড়ান্ত হয়নি
দাঁতন- শিশির পাত্র (সিপিআই)
নয়াগ্রাম- হরিপদ সরেন (সিপিএম)
গোপীবল্লভপুর- প্রশান্ত দাস (সিপিএম)
কেশিয়ারি- পুলিনবিহারী বাস্কে (সিপিএম)
গড়বেতা- তপন ঘোষ (সিপিএম)
খড়্গপুর গ্রামীণ- শেখ সাদ্দাম আলি (সিপিএম)
শালবনী- সুশান্ত ঘোষ (সিপিএম)
মেদিনীপুর- তরুণ কুমার ঘোষ (সি পি আই)
বিনপুর- দিবাকর হাঁসদা (সি পি এম)
বান্দোয়ান- সুশান্ত বেসরা (সি পি এম)
বলরামপুর- কংগ্রেস
বাঘমুণ্ডি- কংগ্রেস
জয়পুর- ধীরেন মাহাতো (ফরওয়ার্ড ব্লক)
মানবাজার- যামিনীকান্ত মাণ্ডি (সি পি এম)
কাশীপুর- মল্লিকা মাহাতো (সি পি এম)
পারা- স্বপন বাউরি (সি পি এম)
রঘুনাথপুর- আইএসএফ
শালতোড়া- আইএসএফ
ছাতনা- ফাল্গুনী মুখার্জি (আর এস পি)
রানিবাঁধ- দেবলীনা হেমব্রম (সিপিএম)

দ্বিতীয় দফা
গোসাবা- অনিলচন্দ্র মণ্ডল (আর এস পি)
সাগর- শেখ মুকুলেশ্বর রহমান (সিপিএম)
তমলুক- গৌতম পণ্ডা (সি পি আই)
পাঁশকুড়া পূর্ব- শেখ ইব্রাহিম আলি (সিপিএম)
নন্দকুমার- করুণাশংকর ভৌমিক (সি পি এম)
হলদিয়া- মণিকা কর পাইক (সিপিএম)
নন্দীগ্রাম- আপাতত ফাঁকা
চণ্ডীপুর- আশিস গুছাইত (সি পি এম)
খড়্গপুর সদর- কংগ্রেস
সবং- কংগ্রেস
ডেবরা- রামকৃষ্ণ মণ্ডল (সি পি এম)
ঘাটাল- কমল দলুই (সি পি এম)
চন্দ্রকোণা- আইএসএফ
কেশপুর- রামেশ্বর দলুই (সি পি এম)
তালডাংরা- মনোরঞ্জন পাত্র (সি পি এম)
বড়জোড়া- সুজিত চক্রবর্তী (সি পি এম)
ইন্দাস- নয়ন শীল (সি পি এম)
সোনামুখী- অজিত রায় (সি পি এম)
