দেশের সময় ওয়েবডেস্কঃ নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পুরুলিয়ার সভা থেকে মমতার আরোগ্য কামনা করে মোদী বলেন, ‘দিদি আঘাত পেয়েছেন। আমারও চিন্তা হয়েছে। ভগবানের কাছে প্রার্থনা করি, দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন।’ উল্লেখ্য, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহত হওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কেন নীরব, তা নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। অবশেষে সেই প্রসঙ্গে মুখ খুললেন মোদী।
উল্লেখ্য, নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে আহত হন মুখ্যমন্ত্রী। আচমকা কয়েকজন ধাক্কা মারেন বলে অভিযোগ করেছেন তিনি। জানা যায়, ধাক্কায় গাড়ির দরজা বন্ধ হয়ে মুখ থুবড়ে পড়ে যান তিনি। বাঁ পায়ে গুরুতর চোট লেগেছে তাঁর। এই ঘটনার পিছনে চক্রান্তের অভিযোগ তুলেছেন তৃণমূল সুপ্রিমো। তাঁর অভিযোগ, ‘চার-পাঁচজন মিলে চক্রান্ত করে ধাক্কা দিয়েছে। আশপাশে ছিল না কোনও পুলিশ।’ এরপরই গ্রিন করিডর করে মমতাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। এসএসকেএম -এর উডবার্ন ওয়ার্ডের ১২.৫ নম্বর কেবিনে চিকিৎসাধীন ছিলেন মুখ্যমন্ত্রী। বর্তমানে হুইলচেয়ারে করেই প্রচারে বেরিয়েছেন তৃণমূল সুপ্রিমো। এই ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ তুলে সোচ্চার হয়েছে তৃণমূল।
অন্যদিকে, পুরুলিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঝাঁঝালো আক্রমণ শানান মোদী। এদিন তিনি বলেন, ‘লোকসভায় তৃণমূল হাফ, এবার পুরো সাফ।’তৃণমূল মানে ‘ট্রান্সফর্ম মাই কমিশন’ বলে কটাক্ষ করেন মোদী। মমতাকে টার্গেট করে মোদী বলেছেন, ‘২ মে দিদি যাচ্ছে। আসল পরিবর্তন আসছে।’
‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে মমতাকে একহাত নেন মোদী। এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দিদি বলে খেলা হবে, বিজেপি বলে চাকরি হবে, শিক্ষা হবে, উন্নয়ন হবে, হাসপাতাল হবে, স্কুল হবে। ১০ বছর ধরে খেলেছেন। এবার খেলা শেষ হবে। উন্নয়ন শুরু হবে। ‘ মমতাকে নিশানা করে এদিন নমো আরও বলেছেন, ‘গরিবের টাকা লুঠ করেছে তৃণমূল। তৃণমূল নিজের খেলায় মত্ত। এখানে শুধু ভেদাভেদের রাজনীতি। দিদি, অত্যাচার অনেক করেছো। ভয় দেখানোই তোমার অস্ত্র। রুখে দাঁড়াবে এবার বাংলার মানুষ। বাংলার মানুষ তোমায় পরাজিত করবে। বাংলায় এবার সিন্ডিকেটবাজদের পরাজয় হবে। কাটমানিওয়ালাদের পরাজয় হবে। তোলাবাজদের পরাজয় হবে। বাংলায় তৃণমূলের দিন শেষ। ‘