নতুন বছরে চীনকে যোগ্য জবাব!‌ গালওয়ানে তেরঙ্গা পতাকা ওড়াল ভারতীয় সেনা

0
459

দেশের সময় ওয়েবডেস্কঃ  একেই বলে যোগ্য জবাব‌!‌ বছরের প্রথম দিন গালওয়ানে নিজেদের জাতীয় পতাকা মেলে ধরেছিল চীন।সেই ছবি, ভিডিও ভাইরাল হয়। এবার সেই গালওয়ানেই তেরঙা মেলে ধরলেন ভারতীয় জওয়ানরা। উদযাপন করলেন নববর্ষ। সেই ছবি এবার ভাইরাল হল।

নতুন বছরে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় তেরঙ্গা পতাকা তুলেছে ভারতীয় সেনাবাহিনী । চিনের সরকারি মিডিয়ায়  ট্যুইট করে গালোয়ানে চিনা সেনা জওয়ানদের নিজেদের দেশের পতাকা উত্তোলনের ছবি দেওয়ার পরদিনই সেই দাবি খারিজ করে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু ট্যুইট করে ছবি দিয়েছেন, যাতে দেখা যাচ্ছে, ভারতীয় সেনাবাহিনী জাতীয় পতাকা তুলছে।

ভারতীয় সেনাবাহিনী সূত্রে সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, চিনা সরকারি মিডিয়ার ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করা ভিডিওতে ওই এলাকায় দুটি দেশের মধ্যে ডিমিলিটারাইজড জোন মানে অসামরিক এলাকার লঙ্ঘন হয়নি।

২০২০র জুনে গালোয়ান উপত্যকায় চিন-ভারত সামরিক সংঘর্ষের পর একাধিক সামরিক, কূটনৈতিক আলোচনায় বসেছে দুদেশ। কিন্তু মোটের ওপর সব বৈঠক নিষ্ফলই হয়েছে, কোনও  সমাধানসূত্র বেরয়নি।  সীমান্তের এখানে ওখানে কিছু পয়েন্টে বিক্ষিপ্ত ভাবে বাহিনী প্রত্যাহার হলেও সম্পূর্ণ সেনা প্রত্যাহারের প্রশ্নে অচলাবস্থা রয়েছে। ডেপসাং, হট স্প্রিংসে বাহিনী সরানো নিয়ে জটিলতা বহাল রয়েছে। পূর্ব লাদাখে প্রবল শীতের মধ্যেও উভয় পক্ষই ব্যাপক সেনা জমায়েত রেখে দিয়েছে।

চিন, ভারতের মধ্যে বিরোধ চলছে অরুণাচল প্রদেশকে কেন্দ্র করেও। চিনের অরুণাচলের একাধিক জায়গার নাম নিজেদের ভাষায় বদলে দেওয়ার চেষ্টার খবর পেয়েছে ভারত। তবে  চিরাচরিত ঘোষিত অবস্থানে অনড় থেকে ভারত জানিয়ে দিয়েছে, অরুণাচল বরাবর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে, সবসময় থাকবেও। নিছক নতুন নাম আবিষ্কার করে নামকরণ করলেও সত্যকে নাকচ করা যাবে না। শোনা গিয়েছিল, চিন সরকার তাদের মানচিত্রে অরুণাচলের ১৫টি জায়গার নতুন নামকরণ  করেছে। ২০১৭র এপ্রিলেও চিন নয়া নামকরণের চেষ্টা করেছিল বলে জানিয়েছেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি।

Previous article‘বিদ্রোহী’ বিধায়কদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে শান্তনু ঠাকুর, মতুয়া-বৈঠকের দিকে তাকিয়ে বিজেপি , কে তৃণমূল কে বিজেপি গুলিয়ে যাচ্ছে’! শান্তনু প্রসঙ্গে খোঁচা নওশাদের
Next articleShantanu : ঠাকুরবাড়িতে রুদ্ধদ্বার বৈঠক সেরে সংগঠনে রদবদলের দাবি শান্তনু ব্রিগেডের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here