দেশে দৈনিক সংক্রমণে ফের রেকর্ড, ২৪ ঘণ্টায় সক্রিয় রোগীর সংখ্যা ১২ লক্ষ ছাড়াল, একদিনে আক্রান্ত ১.৬৮ লাখ

0
503

দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়াবহ পরিস্থিতি ভারতে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যায় ফের লম্বা লাফ। একদিনে দেশে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৬৮ হাজার ৯১২ জন। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃত্যু হয়েছে ৯০৪ জনের।

লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। করোনার দ্বিতীয় তরঙ্গের ধাক্কায় পরিস্থিতি ক্রমেই বেসামাল হচ্ছে দেশে। গত ৬ দিন ধরে টানা এক লক্ষ ছাড়িয়েছে দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৬৮ হাজার ৯১২ জন। এক দিনে আক্রান্তের নিরিখে যা এখনও অবধি সর্বোচ্চ। গত বছর থেকে এখনও অবধি দেশে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৩৫ লক্ষ ২৭ হাজার ৭১৭ জন। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেশের দৈনিক মৃত্যুও বেড়েছে গত কয়েক দিনে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯০৪ জনের। গত বছর অক্টোবরের প্রথম সপ্তাহের পর ফের এত জনের মৃত্যু হল এক দিনে। এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ৭০ হাজার ১৭৯ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস।

দেশে হু হু করে বাড়ছে করোনার দ্বিতীয় ঢেউ। আক্রান্ত ও মৃতের সংখ্যায় রোজই রেকর্ড ভাঙছে দেশে। এই মুহুর্তে ভারতের মোট করোনায় আক্রান্তের সংখ্যা পৌঁছে গিয়েছে এক কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ তে। ফলে ফের একবার বিশ্বের মধ্যে আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১২ লাখ ১ হাজার ৯ জন। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যায় ভারত এই মুহূর্তে চতুর্থ স্থানে রয়েছে। এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ১০ কোটি ৪৫ লাখ ২৮ হাজার ৫৬৫ জন।

ক্রমশই উদ্বেগ বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৯০৪ জনের। ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক লাখ ৭০ হাজার ১৭৯। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে নাইট কার্ফু জারি হয়েছে। প্রধানমন্ত্রী নির্দেশে শুরু হয়েছে টিকা উৎসব এবং করোনা কার্ফু।

এদিকে, সুপ্রিম কোর্টের ৫০ শতাংশ কর্মী করোনায় আক্রান্ত। তাই আপাতত ভার্চুয়াল মাধ্যমেই মামলার রায়দানের সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ আদালতের বিচারপতিরা।

সংক্রমণের নিরিখে দেশের রাজ্যগুলির মধ্যে সবথেকে ভয়াবহ অবস্থা মহারাষ্ট্রের। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৯৪ জন। যা এখনও অবধি সর্বোচ্চ। একদিনে সে রাজ্যে মৃত্যু হয়েছে ৩৪৯ জনের। উত্তরপ্রদেশে দৈনিক আক্রান্ত সোমবার ১৫ হাজার ছাড়িয়েছে। কর্নাটক, দিল্লি এবং ছত্তীসগঢ়েও সংখ্যা ১০ হাজারের বেশি।

তামিলনাড়ু এবং কেরলে আক্রান্ত সাড়ে ৬ হাজারের বেশি। গুজরাত এবং মধ্যপ্রদেশে আক্রান্ত সাড়ে পাঁচ থেকে ছ’হাজারের মধ্যে ঘোরাফেরা করছে। রাজস্থানে তা পাঁচ হাজারের আশপাশে। পশ্চিমবঙ্গেও গত ক’দিনে দৈনিক আক্রান্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন চার হাজারেরও বেশি।

অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, বিহার, পঞ্জাবে দৈনিক আক্রান্ত তিন থেকে সাড়ে তিন হাজারের আশপাশে। ঝাড়খণ্ড, উত্তরাখণ্ড এবং ওড়িশাতেও দৈনিক আক্রান্ত গত কয়েকদিনে বেড়েছে। হিমাচল প্রদেশ, গোয়াতেও ৫০০-র আশপাশে রয়েছে দৈনিক সংক্রমণ। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে করোনা দ্বিতীয় ঢেউয়ের রেশ তেমন নেই। সিকিমেও সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত ক’দিনে সেখানে ২০-২৫ জন করে আক্রান্ত হচ্ছিল। তবে গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৫৪ জন।

দেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ফের ঘুম উড়েছে প্রশাসনের। মধ্যপ্রদেশে ইতিমধ্যেই সপ্তাহান্তে লকডাউন শুরু হয়েছে। মহারাষ্ট্রেও সপ্তাহান্তে লকডাউনের পাশাপাশি রাত্রিকালীন কার্ফু চলছে। কিন্তু তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার কোনও লক্ষণ নেই। ১৪ এপ্রিলের পর সম্পূর্ণ লকডাউন জারির সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে সে রাজ্যের প্রশাসন। এই পরিস্থিতির মধ্যেই দেশে চলছে টিকা উৎসব। ৪৫ বছরের বেশি বয়সি সকলে টিকা পাচ্ছেন। গত ২৪ ঘণ্টায় দেশে টিকা নিয়েছেন ২৯ লক্ষ ৩৩ হাজার ৪১৮ জন। এ নিয়ে দেশে মোট ১০ কোটি ৪৫ লক্ষ ২৮ হাজার ৫৬৫ কোভিড টিকার ডোজ দেওয়া হয়েছে।

Previous articleবৃষ্টির পূর্বাভাস থাকলেও গরমে নাজেহাল গ্রাম ও শহরের বাসিন্দারা
Next articleকর্মসংস্থান এবং শিল্প গড়তে সংযুক্ত মোর্চার প্রার্থীদের ভোট দিন : আহ্বান আব্বাস সিদ্দিকীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here