দেব দীপাবলি :১১ লক্ষ প্রদীপে উজ্জ্বল কাশীর গঙ্গা, স্বর্গীয় অনুভূতি ছবি

0
497

দেশের সময় ওয়েব ডেস্কঃ আলোর উৎসব মানেই দীপাবলি। সারা ভারত এ দিন সেজে ওঠে প্রদীপের আলোয়। তবে দীপাবলির ঠিক ১৫ দিন পরে  বারাণসীর গঙ্গার ঘাট আবারও একবার প্রদীপের আলোয় আলোকিত হয়। এ দিনটি উদযাপিত হয় ‘দেব দীপাবলি’ হিসেবে। বলা হয় এদিন দীপাবলি পালন করেন দেবতারা।প্রতি বছর কার্তিক পূর্ণিমার সন্ধেয় বারাণসীর প্রতিটি ঘাট সেজে ওঠে প্রদীপের আলোয়।

এবছর দেব দীপাবলি আরও বিশেষ হয়ে উঠেছে বেনারসের মানুষের কাছে। রাজঘাটে আয়োজিত ‘দেব দীপাবলি” উৎসবে স্বয়ং অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি  প্রধানমন্ত্রী হিসাবে বারাণসীতে তাঁর ২৩ তম সফর। 

লকডাউনের প্রথম প্রথমবার নিজের সংসদীয় কেন্দ্র পা রাখলেন মোদী। তাঁর ছায়াসঙ্গী হয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারাণসীতে দেব দীপাবলির অনুপম ছটা দেখার জন্য এক ঘণ্টার বেশি গঙ্গা বিহার করেন। 

এদিন বিকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শন করেন এরপর বিশ্বনাথ মন্দিরের করিডোর প্রকল্পটি পরিদর্শন করেন। তারপর প্রধানমন্ত্রী দেব দীপাবলী মহোৎসবে যোগ দেন।

বারাণসীর ৮৪টি ঘাটে প্রায় ১১ লক্ষ প্রদীপ জ্বালানো হয়। বারাণসীর রাজঘাটে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী।

এদিনই ১৯ নম্বর জাতীয় সড়কে প্রয়াগরাজ-বারাণসী বিভাগে ছয় লেনের জাতীয় সড়কের উদ্বোধন করেন তিনি। ৬ লেনের এই জাতীয় সড়ক ৭৩ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই প্রকল্পের পিছনে খরচ হয়েছে ২.৪৪৭ কোটি টাকা। এই পথে মাত্র এক ঘণ্টায় প্রয়াগরাজ থেকে বারাণসী পৌঁছে যাওয়া যাবে।

দেব দীপাবলি দেখার পর সারনাথ প্রত্নতাত্ত্বিক স্থলের লাইট-সাউন্ড শো দেখেন প্রধানমন্ত্রী। চলতি মাসের শুরুর দিকে যার উদ্বোধন করেছিলেন মোদী নিজেই ৷

Previous article২ ডিসেম্বর ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ ফিরহাদের উপর!
Next articleপুরনো বন্ধুরা আপনার পাশে থাকবে,মোটা অঙ্কের অর্থলাভের যোগ:পড়ুন রাশিফল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here