দুর্ঘটনা এড়ালো হাওড়াগামী দুরন্ত এক্সপ্রেস

0
549

দেশের সময় ওয়েবডেস্ক: বড়সড় দুর্ঘটনা এড়ালো যশবন্তপুর থেকে হাওড়াগামী ডাউন দুরন্ত এক্সপ্রেসও৷ এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ ওডিশার হরিদাসপুর স্টেশনে লাইনচ্যুত হয় ট্রেনটির ইঞ্জিন ও লাগেজ ভ্যান। যদিও ট্রেনের গতি কম থাকায় রক্ষা পায় অন্যান্য কামরাগুলি৷

দূর্ঘটনার খবর পেয়ে ভদ্রক থেকে পৌঁছয় অ্যাক্সিডেন্ট রিলিফ ভ্যান ও মেডিক্যাল টিম। ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় অ্যাম্বুল্যান্সও।

রেলসূত্রে জানাগিয়েছে,পরিস্থিতি খতিয়ে দেখে রেলের আধিকারিরা সিদ্ধান্ত নিয়েছেন, ইঞ্জিন ও লাগেজ ভ্যানটিকে বিচ্ছিন্ন করে অন্য একটি ইঞ্জিন জুড়ে দিয়ে হাওড়ার দিকে পাঠানো হবে ট্রেনটিকে। প্রথমে ট্রেনটির পিছনদিকে একটি ইঞ্জিন জুড়ে সেটিকে দুর্ঘটনাস্থল থেকে কিছুটা পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷

এর পর সামনের দিকে ইঞ্জিন জুড়ে ট্রেনটিকে অন্য লাইন দিয়ে হাওড়ার দিকে পাঠানো হবে৷ রেল সূত্রে খবর, গতি কম থাকার কারণেই বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে৷ তা না হলে যাত্রীসমেত বগিগুলিও বেলাইন হওয়ার আশঙ্কা ছিল৷ চালকের ভুলে নাকি অন্য কোনও কারণে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন রেল কর্তৃপক্ষ৷

প্রসঙ্গত , কয়েকদিন আগেই হাওড়াগামী ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসও বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছিল৷ হাওড়াগামী ট্রেনটির যে লাইন ধরে আসার কথা ছিল, দুর্গাপুর স্টেশনের কাছে সেই লাইনেই বড়সড় ফাটল ধরা পড়ে৷ অন্য একটি ট্রেনের চালকের তৎপরতায় সে যাত্রায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছিল৷

Previous articlecyclone Jawad: জাওয়াদ আছড়ে পড়বে কালই,ঝড় মোকাবিলায় চলছে প্রস্তুতি
Next article‘প্রধানমন্ত্রী ব্যাখ্যা দিন’, বিলগ্নিকরণের ইস্যুতে সোচ্চার ‘মা’ নুসরত!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here