দিলীপ ঘোষের তিন পয়সার দাম নেই, বললেন জ্যোতিপ্রিয়

0
517

দেশের সময়, হাবড়া: “একটা রাজনৈতিক দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তার অ্যাটুচুট,দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা একটা অরাজনৈতিক দলের গুন্ডাদের মতো। আজ পানিহাটিতে অস্ত্র হাতে ঘুরেছে।ওকে অস্ত্র আইনে গ্রেফতার করা উচিত।

একটা সর্বভারতীয় দলের রাজ্য সভাপতি হয়েও তার ভূমিকা একটা বাচ্চা ছেলের মতো। দিলীপ ঘোষের তিন পয়সার দাম নেই কিন্তু ভাব দেখায় দশ পয়সার মতো”।

রইল পুজোর কিছু ছবি:

সোমবার বিকালে হাবড়া তে জগদ্ধাত্রী পূজা উদ্বোধন করতে এসে দিলীপ ঘোষ সম্বন্ধে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই বললেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ।

Previous articleভাইফোঁটায় শাড়ি-জ্যাকেট ফিউশন নিয়ে কাঁটাবিদ্ধ তৃণমূল সাংসদ নুসরত
Next articleআগামী ২০২০–র পয়লা জানুয়ারি থেকেই ইউজিসির সংশোধিত বেতনক্রম চালু হচ্ছে রাজ্যে:‌ মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here