‘দিদির রাগ আকাশ ছুঁয়েছে’, মমতাকে কটাক্ষ নরেন্দ্র মোদীর

0
980

দেশের সময় ওয়েবডেস্কঃ চতুর্থ দফার ভোটে বাংলায় ভোটপ্রচারে এসে কৃষ্ণনগরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের চড়া সুরে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার তৃণমূলনেত্রীকে টার্গেট করে মোদী বলেন, ‘দিদির ঘুম উড়ে গিয়েছে। ওঁর রাগ আকাশ ছুঁয়েছে। জনতা-জনার্দন ঈশ্বরের রূপ। জনতার সামনে কারও অহঙ্কার টেকে না। কিন্তু, দিদি এটা বুঝতেই পারছেন না। নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, ইভিএম-কে গালাগালি করছে। নিজের দলের পোলিং এজেন্টকেও গালিগালাজ করছেন। তফশিলি লোকদের গালাগালি করছেন। তিনি হতাশ হয়ে গিয়েছেন। সাত জন্মেও বাংলার জনতাকে হারাতে পারবেন না।’

কৃষ্ণনগরের সভায় মোদী আরও বলেন, ‘বাংলায় ২ মে আসল পরিবর্তন হবে। বাংলায় বিজেপি সরকার গড়বে। সোনার বাংলার সংকল্প পূরণ করব।
তোষণ, তোলাবাজ , গুন্ডামি চলবে না। খেলা শেষ হবে। হিংসার খেলা শেষ হবে।’ নমো আরও বলেন, ‘২ মের পর দিদির বিদায় হবে, ভাইপো নতুন খেলা হবে।’

তৃণমূলনেত্রীকে নিশানা করে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভোটের হার জেনে পুরনো খেলায় মেতেছেন। দিদি হারছেন জেনে নিজেকে আর ধরে রাখতে পারছেন না। জনতা এবার মমতাকে জবাব দেবে।’

শনিবার শিলিগুড়ির সভায় মোদী বলেন, ‘কোচবিহারে যা হয়েছে, তা দু:খজনক। নিহতদের পরিবারের পাশে আছি। কমিশনের কাছে আর্জি, দোষীদের কঠোর শাস্তি দিন। বিজেপি-র সমর্থন দেখে দিদি ও তাঁর গুন্ডারা এসব করছেন। দিদি, আপনার কুর্সি চলে যাচ্ছে। দিদি, তাঁর গুন্ডাকে সাফ কথা বলছি, বাংলায় এসব চলবে না। হিংসা আপনার রক্ষা করবে না।’ উল্লেখ্য, চতুর্থ দফার ভোটে কোচবিহারে ৫ জনের মৃত্যু হয়েছে।

মমতাকে নিশানা করে এদিন ফের ‘দিদি, ও দিদি’ বলে সরব হন মোদী। নমো বলেন, ‘যদি যেতে হয়, আপনি এবার চলে যাবেন। তোলাবাজ চলে যাবে, সিন্ডিকেট চলে যাবে’। প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আপনারা জানেন আমি চা ওয়ালা। গোটা উত্তরবঙ্গ আমায় অনেক অনেক আশীর্বাদ দিয়েছেন। তৃণমূল সরকার যাচ্ছে, বিজেপি সরকার আসছে। প্রথম তিন দফার ভোটে বাংলায় বিজেপি-র পক্ষে বাম্পার ভোট পড়েছে।’

Previous articleঅমিত শাহের নির্দেশে গুলি চলেছে বনগাঁ দক্ষিণে বললেন মমতা: দিদির উস্কানিতেই তার গুন্ডারা এসব করেছে শিলিগুড়িতে তীব্র আক্রমণ মোদীর
Next articleবিনামূল্যে প্রয়োজনীয় পরিষেবা আগের মতো পেতে তৃণমূলকে ভোট দিন : মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here