দিদিকে বলো’র পাল্টা ‘আর নয় অন্যায়’ ক্যাম্পেন রবিতে শুরু বিজেপির,শনিতে প্রকাশিত হল টিজার

0
731

দেশের সময় ওয়েব ডেস্কঃ তৃণমূল কংগ্রেসের ‘দিদিকে বলো’র পাল্টা ‘আর নয় অন্যায়’। সামনেই পুরভোট। তার আগে রবিবার থেকে নতুন কর্মসূচি বিজেপির। তবে রাজনৈতিক মহলের বক্তব্য শুধু পুরভোট নয়, ২১-শের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই নয়া প্রচার কৌশলের ঘোষণা করেছে রাজ্য বিজেপি।
আগামী ২ মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কর্মসূচির ঘোষণা করতে পারেন। তার ঠিক আগের দিন রবিবার শহিদ মিনারে অমিত শাহর সভার দিন থেকেই ‘আর নয় অন্যায়’ কর্মসূচির ঘোষণা করবেন অমিত শাহ। শনিবার সেই কর্মসূচির একটি ভিডিও টিজার প্রকাশ করেছে রাজ্য বিজেপি।

https://www.facebook.com/BJP4Bengal/videos/1534400660068890/
শুক্রবার রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ দলের নয়া প্রচার কৌশল কর্মসূচির ঘোষণা করেন। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভের কথা এই প্রচারে তুলে ধরা হবে। পুরভোট থেকে আগামী বিধানসভা ভোট পর্যন্ত এই প্রচার কর্মসূচি চলবে। রাজ্যের মানুষের সঙ্গে রাজ্য সরকার কীভাবে অন্যায় করছে তা তুলে ধরা হবে নানা ভাবে। প্রতারিত মানুষের কথা প্রচার করা হবে। দিলীপ ঘোষ বলেন, “এই কর্মসূচির মাধ্যমে প্রায় ৫ কোটি রাজ্যবাসীর কাছে আমরা পৌঁছাব।

Previous articleপ্লেনের ভিতর উড়ছে পায়রা,অবাক কাণ্ড!যাত্রীরা হাত বাড়িয়ে ধরতেও যাচ্ছেন সেই পায়রা
Next articleEpaper deshersamay.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here