দিঘায় জলোচ্ছ্বাস, ফুঁসে উঠে সমুদ্রের জল ঢুকেছে শহরে

0
1276

দেশের সময়ঃ মঙ্গলবার অমাবস্যার ভরা কোটাল। দিঘায় ফুঁসে উঠেছে সমুদ্র। আট-দশ ফুট উঁচু গার্ড ওয়াল টপকে মেরিন ড্রাইভে আছড়ে পড়ছে জল। জলোচ্ছ্বাস দেখতে ভিড় করেছেন পর্যটকরা।

পুলিশ নজর রাখছে যাতে কোনও পর্যটক যেন মদ্যপ অবস্থায় সমুদ্রে নেমে বিপদে না পড়েন। শহরে মদের দোকানগুলি বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে প্রশাসন। মানুষকে সতর্ক করার জন্য মাইকে প্রচার চলছে। ভোগপুর, মন্দারমনিতেও চলছে নজরদারি।

Previous articleমঙ্গলবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, জেনে নিন কতক্ষণ দেখা যাবে
Next articleরেকর্ড ভাঙল মুম্বই!‌ গত ২৪ ঘণ্টায় ২০০ মিলিমিটার বৃষ্টি অঝোর বর্ষণে মৃত ১৬, শহর জলের তলায়, মানুষকে ঘরে থাকতে অনুরোধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here