দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

0
951

দেশের সময় ওয়েবডেস্কঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রবল বৃষ্টিতে ভিজেছে বাংলা। যার জেরে গা জ্বালানি গরম থেকে অনেকটাই রেহাই পেয়েছেন বঙ্গবাসী। কিন্তু, ইয়াস যেতেই ফের চোখ রাঙাচ্ছে গরম। যদিও সেভাবে গরমে হিমশিম খাবে না বাংলা। কারণ, আজ ও আগামী কয়েকদিনে রাজ্যজুড়ে ঝোড়ো ইনিংস খেলতে পারে বৃষ্টি ৷এমন পূর্বাভাসই দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে, আজ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায়।
বৃষ্টির পূর্বাভাসনেই। তবে আগামীকাল থেকে সপ্তাহব্যাপী উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর, মালদায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। গতকাল শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ, ন্যূনতম ৬৮ শতাংশ।

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার নির্ধারিত সময়ের আগেই দেশে ঢুকবে বর্ষা। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ৩১ মে কেরলে বর্ষা ঢুকবে।

উল্লেখ্য, দেশের মধ্যে কেরলে প্রথম বর্ষা ঢোকে। এ দেশে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় ১ জুন। এ বছর তার আগেই ঢুকছে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।
বাংলায় এবার কবে বর্ষা ঢুকবে? আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কেরলে বর্ষা ঢোকার সঙ্গে কলকাতায় বর্ষা ঢোকার কোনও সম্পর্ক নেই। কেরলে যদি বর্ষা ঢুকতে দেরিও করে, তাহলে বাংলায় তার কোনও প্রভাব পড়বে না বলেই মত আবহবিদদের। বাংলায় বর্ষা ঢোকার স্বাভাবিক সময় সাধারণত ৮ জুন।

Previous articleDaily Horoscope: আজ ছুটির দিনে আপনার দিন কেমন যাবে? জানুন
Next articleCovid-19 আরও কমল কোভিড সংক্রমণ, ঊর্ধ্বমুখী সুস্থতার হার: দেশে ২৪ ঘণ্টায় মৃত্যুও সাড়ে ৩ হাজারের নীচে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here