যে ভাবে ২০১৯ এর লোকসভা নির্বাচনে তাকে ছেঁটে ফেলা হয়েছিল ও তার কুকথার ভিডিও প্রকাশ্যে আসার পর দল তার সঙ্গে দুরত্ব তৈরি করেছিল তা যে তাপসকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল সে কথা তাপস পালের স্ত্রী নন্দিনী বার বার বলেছেন।নন্দিনী এমনকী এই অভিযোগও একসময় সংবাদ মাধ্যমের কাছে করেছিলেন যে তাপস পালকে ভুবনেশ্বরে গিয়ে আইনি লড়ই একাই লড়তে হয়েছিল।
এইসব কারণে দলের প্রতি যে তাপসের ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছিল সে কথাও প্রকাশ্যে এসেছে একাধিকবার।
শুধু তাই নয় এই সূত্রে সুলতান সিং ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর মৃত্যুর কথাও টেনে এনেছেন।লক্ষ্য একটাই মানুষের আবেগে ধাক্কা দিয়ে সহানুভূতি টেনে আনা।তাপস পালের প্রতি তৃণমূল যে সুবিচার করে নি তা টের পেয়ে মমতা তাঁর দল এখন জোর কদমে ড্যামেজ কন্ট্রোলে নেমেছে।পুরসভা ভোট ও আগামী ২০২১ এর বিধানসভা ভোটে যে তাপস পালের মৃত্যুর আবেগকে ব্যবহার করা সম্ভব তা টের পেয়েই তৃণমূল এখন তাপস পালের পরিবারকে পাশে পেতে মরিয়া।শোনা যাচ্ছে এবার তাপস পালের স্ত্রীকে রাজনীতির ময়দানে নামাতে পারে তৃণমূল।
সে বিষয়ে নাকি কথা বার্তাও শুরু হয়ে গেছে।তাপস পালের স্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে তাপসের মৃত্যুর পর পরই অনুযোগ করেছিলেন বলে শোনা যাচ্ছে,যে তাপসকে বাঁচানোর লড়াইটা তাকে যে ভাবে একা একা করতে হয়েছে তাতে তিনি আহত ও দুখিঃত বোধ করছেন।দলের কাছে আর একটু সাহায্য ও সাহচর্য তিনি প্রত্যাশা করেছিলেন বলে অনুযোগ করেন তাপসের স্ত্রী নন্দিনী পাল।
মুখ্যমন্ত্রী নাকি এর পর তাকে আশ্বস্ত করে বলেছেন যা হবার তা হয়েছে ভুলবোঝাবুঝির অবসান করে তাপসের অসমাপ্ত কাজ তাকে করার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।এর পরেই তৃণমূলের অন্দরে তুমুল আলোচনা এবার তাপসের স্ত্রী নন্দিনী সরাসরি রাজনীতিতে আসছেন বলে।
তাপস পালের মৃত্যু তৃণমূলকে কিছুটা হলেও অস্বস্তিতে ফেলেছে সেই অস্বস্তি কাটাতেই এখন তার স্ত্রীকে সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ানোর প্রযাস চলছে।রাজনীতিতে থেকে তাপস পাল তার সেলিব্রিটি ইমেজ একেবারে নষ্ট করে ফেলেছিলেন তাই রাজনীতির ময়দানেও তাকে আর সেভাবে ব্যবহারের আগ্রহ দেখায় নি তৃণমূল।
তবে আচমকা মরে গিয়ে তাপস পাল আবার তার অভিনয় জীবনের কদর পেতে শুরু করায় এবার তার স্ত্রীকে দিয়ে সেই আবেগকে দলীয় স্বার্থে ব্যবহার করতে মরিয়া তৃণমূল। তৃণমূলের অন্দরে তাই কেউ তাই মজা করে বলছেন জীবিত নায়কের চেয়ে মৃত নায়ক বেশী আকর্ষনীয়।এখন দেখার তাপসের স্রী কবে সক্রিয় রাজনীতিতে নাম লেখান।