দেশের সময় ওয়েবডেস্ক:আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের শীতলতম জায়গা ছিল পানাগড়। সেখানে পারদ নেমে গিয়েছে ১৪.৪ ডিগ্রিতে। বোলপুর, কৃষ্ণনগর, আসানসোলে পারদ ছিল যথাক্রমে ১৫, ১৫.১ এবং ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতেও পারদ ১৫.১ রেকর্ড করা হয়। তুলনায় তাপমাত্রা কিছুটা বেশিই ছিল বাঁকুড়া এবং বর্ধমানে। এই দুই শহরে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৬.২ এবং ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।
আগামী ২৪ ঘণ্টা পর থেকে কলকাতায় তাপমাত্রার বড় পতন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বুধবার কলকাতার আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০.১ ডিগ্রি। দমদমে পারদ ছিল ১৯.৫। মঙ্গলবারের থেকে কিছুটা বেড়েছে বুধবারের পারদ। এই পারদ বেড়ে যাওয়ার পেছনে তামিলনাড়ু উপকূলে অবস্থিত একটি নিম্নচাপকে দায়ী করা হচ্ছে। সেই নিম্নচাপের প্রভাবে মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের আকাশে কিছু মেঘ ঢুকতে শুরু করে। যার ফলে বুধবার সকালে পারদ নামতে পারেনি। বুধবার কলকাতার আকাশে কিছুটা মেঘ ছিল।আগামী ২৪ ঘণ্টার পর থেকে পারদ আরও বেশ কিছুটা কমবে। শুক্রবার ভোর থেকে কলকাতার পারদ ১৬–১৭ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যেতে পারে। শহরতলির পারদ চলে যেতে পারে ১৫ ডিগ্রিতে। কলকাতায় এতটা পারদ পতন হলে পুরুলিয়া–বাঁকুড়া–বর্ধমানে তাপমাত্রা ১২–১৩ ডিগ্রিতে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের খবর।