টোকিও অলিম্পিক্সে পিভি সিন্ধু পৌঁছলেন প্রি-কোয়ার্টার ফাইনালে!

0
556

দেশের সময়ওয়েবডেস্কঃ টোকিওয় অলিম্পিকের দ্বিতীয় ম্যাচেও দুরন্ত সাফল্য পিভি সিন্ধুর, নকআউট পর্বে পৌঁছে গেলেন তিনি। ভারতের আরও একটি পদকের আশা ক্রমেই উজ্জ্বল হচ্ছে ব্যাডমিন্টনে এই জয়ের সঙ্গে সঙ্গে। এদিন স্ট্রেট সেটে জয় পেয়েছেন সিন্ধু।

এদিন হংকঙের প্রতিপক্ষ চিউং ই-কে ২১-৯, ২১-১৬ ফলে হারিয়ে দেন সিন্ধু। প্রথম সেটে হংকঙের প্রতিপক্ষকে প্রায় দাঁড়াতেই দেননি সিন্ধু। আধ ঘন্টারও কম সময়ে এসেছিল জয়। দ্বিতীয় সেটে কিছুটা লড়াইয়ে ফেরেন চিউং। এক সময়ে সিন্ধুর চার পয়েন্টের লিড থাকলেও পরপর পয়েন্ট জিতে ৭-৬ এগিয়ে যান চিউং।

এর পরে সমানে সমানে টক্কর দিয়ে খেলার ফল ছিল ১২-১২। তবে অভিজ্ঞ সিন্ধু ধীরে ধীরে ম্যাচের লাগাম নিয়ে নেন নিজের হাতে, ২০-১৪ ফলে এগিয়ে যান। সেখান থেকে ২১-১৬ ফলে সেট জেতেন সিন্ধু।

রিও অলিম্পিকে রুপোজয়ী সিন্ধু টোকিওতে জান লড়িয়ে খেলছেন, প্রত্যাশামতোই। তবে এখনও পর্যন্ত জয় এলেও, প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে সিন্ধুর লড়াই কঠিন হতে চলেছে বলে মনে করছেন অনেকে।

কারণ প্রতিপভ ডেনমার্কের মিয়া ব্লিচফেল্ড। বিশ্বের ১২ নম্বর ব্যাডমিন্টন তারকা তিনি। তাঁকে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে উঠবেন সিন্ধু। সেখানে তাঁর উল্টোদিকে থাকছেন জাপানের আকানে ইয়ামাগুচি।

Previous articleউত্তরপ্রদেশে মর্মান্তিক কাণ্ড: রাস্তার ধারে ঘুমিয়ে থাকা ১৮ জন শ্রমিক পিষে গেলেন বাস-ট্রাক দুর্ঘটনায়! আহত অন্তত ২৪
Next articleDaily Horoscope: মেষ রাশির জাতকের উপার্জন বৃদ্ধি ,
কন্যা রাশির বিকল্প কাজের চেষ্টা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here