টাকি ইকো ট্যুরিজম পার্কে মহিলাকে কটুক্তি প্রতিবাদে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, শূন্যে গুলি‌।

0
917

দেশের সময় ওয়েবডেস্ক:টাকি ইকো ট্যুরিজম পার্কে মহিলাকে কটুক্তি প্রতিবাদে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, শূন্যে গুলি‌। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।
বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার টাকি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঘটনা। সন্ধ্যাবেলা পার্কে মহিলা সহ কয়েকজন ঘুরতে যায়, সেই সময় পার্কে কর্মরত এক যুবক ও বহিরাগত দুইজন তাদেরকে দেখে কটুক্তি শুরু করে। এক মহিলা প্রতিবাদ করলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। স্বামী প্রতিবাদ করলে গন্ডগোল শুরু হয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। মোট পাঁচজন জখম হয়, শূন্যে গুলি চলে‌। এই ঘটনার জেরে ইকো ট্যুরিজম পার্ক জনশূন্য হয়ে পড়ে। লোকজন যে যার মতো পালাতে শুরু করে। ঘটনাস্থলে হাসনাবাদ ও বসিরহাট থানার পুলিশ যায়। ঘটনাস্থলে র‍্যাফ নামানো হয়। কিছুক্ষণের জন্য টাকি কলেজ মোড়ে অবরোধ শুরু হয়। পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়। ঘটনাস্থলে পুলিস পিকেট বসানো হয়েছে।

Previous articlePHOTO OF THE DAY
Next articlePHOTO OF THE DAY

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here