জেলায় জেলায় রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী

0
859

দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার সকালে জেলায় জেলায় রুটমার্চ শুরু করল কেন্দ্রীয় বাহিনী। ভোটারদের মনোবল বাড়াতে বিভিন্ন এলাকায় টহল দেওয়া হয়। কোথাও কোথাও সঙ্গে রাজ্য পুলিশকেও দেখা গিয়েছে। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, দুই ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর সহ বিভিন্ন জেলায় পৌঁছে গিয়েছে আধা সেনা। তারাই এদিন বিভিন্ন এলাকায় টহল দেন।

রবিবার সকালে বর্ধমান শহরের কার্জন গেটে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ হতে দেখা যায়। পরে রায়না, খণ্ডঘোষ সহ আরও কিছু এলাকায় যাওয়ার কথা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। পশ্চিম মেদিনীপুরের কেশপুর, চন্দ্রকোণা বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী টহল দেয়। বীরভূমেও হয়ে গিয়েছে রুট মার্চ। এছাড়াও হাওড়া, দক্ষিণ ২৪ পরগনাতেও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ দেখা গিয়েছে। একাধিক জেলায় বিকেলে কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ করবে।


এদিকে এর মধ্যেই ভাঙড়ে এক তৃণমূল নেতার বক্তব্য ঘিরে চরম বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ ভোটারদের হুমকি দিয়েছেন তিনি। ভাঙড়ের ভোগালি-২ পঞ্চায়েতের তৃণমূল প্রধান তথা মুদাস্সর হোসেন বলেছেন, ‘তৃণমূলের লোক ছাড়া কেউ ভোট দিতে যেতে পারবে না। যাঁরা তৃণমূলকে ভোট দেবে না, ঘরে শুয়ে থাকবেন।কেন্দ্রীয় বাহিনী বুথে থাকবে, আমাদের ছেলেরা মাঠে খেলবে। তা যতই কেন্দ্রীয় বাহিনী থাক। এখানে অন্য কোনও দল থাকবে না।’ বিরোধীরা পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন, ‘এসবের যোগ্য জবাব মানুষ এবার দেবে।’

ভোটের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি। তার আগেই শনিবার সকাল থেকে রাজ্যে এসেছে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ২৩ ফেব্রুয়ারির মধ্যে মোট ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে বলে জানা গিয়েছে। এর মধ্যে থাকছে সিআরপিএফ,বিএসএফ,এসএসবি,আইটিবিপিসহ অন্য কেন্দ্রীয় বাহিনীগুলি।

স্বাভাবিকভাবেই এত আগে বাহিনী আসা নিয়ে জোর জল্পনা তৈরি হয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, খুব তাড়াতাড়িই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। এক পুলিশ কর্তা বলেছেন, ‘অ্যাডভান্স ফোর্স হিসাবেই এরা এসেছেন।’ একদা মাও অধ্যুষিত জেলা যেমন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় জেলাগুলিতে প্রথম থেকেই বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে বলেই খবর।

Previous articleঅভিষেকের বাড়িতে সিবিআই টিম, কয়লা কাণ্ডে তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে নোটিস,প্রশ্ন লেনদেন নিয়ে
Next articleএকুশ-এর খেলায় গোলরক্ষক আমিই : মমতা বন্দ্যোপাধ্যায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here