

69th National School Gymnastics Games:রাজ্য বিদ্যালয় শিক্ষা দফতর এবং শারীর শিক্ষা ও ক্রীড়া শাখার পরিচালনায় ৬৯তম জাতীয় স্কুল জিমন্যাস্টিকস প্রতিযোগিতা ১৯ ও ২০ জানুয়ারি কলকাতায় অনুষ্ঠিত হল । অনূর্ধ্ব ১৪ বছর বালক ও বালিকা বিভাগে বাংলা অসাধারণ প্রদর্শন করেছে।

প্রতিযোগিতার উদ্বোধন আইবি ব্লকের মাঠে হলেও আসলে প্রতিযোগিতাগুলি হয় সাই স্পোর্টস কমপ্লেক্স, হাওড়া ডুমুরজলা স্টেডিয়াম ও গার্ডেনরিচের বিএনআর স্টেডিয়ামে।

অ্যাপারেটাস চ্যাম্পিয়নশিপের আন ইভেন বারস ও ব্যালান্সিং বিম এই দুই বিভাগেই সেরার সেরা হয়ে স্বর্ণপদক লাভ করে বাংলার কন্যাশ্রী হাওড়ার শ্রেয়া ঘোষাল । ভল্ট বিভাগে দ্বিতীয় স্থান লাভ করে উত্তর ২৪ পরগনা জেলার বঙ্গ তনয়া প্রীতি জানা। এছাড়াও ব্যালান্সিং বিম ও ফ্লোর এক্সারসাইজ এই দুই বিভাগেও ব্রোঞ্জ পদক পদক লাভ করে প্রীতি জনা। অনূর্ধ্ব ১৪ বছর বালিকা বিভাগে বাংলার মেয়েরা চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থান লাভ করে মহারাষ্ট্র এবং তৃতীয় স্থান লাভ করে সিআইএসসি ই।

অনূর্ধ্ব ১৪ বছরের বালক বিভাগে অ্যাপারেটরস্ চ্যাম্পিয়নশিপের ফ্লোর এক্সারসাইজে ও পামেল হর্ষ বিভাগে প্রথম স্থান লাভ করে । হাওড়া জেলার প্রিয়াংশু নাথ ঠাকুর রিংস ও প্যারালাল বারস এ দ্বিতীয় স্থান লাভ করে।

রিংস ও প্যারালাল বারস এ প্রথম স্থান আরফ্লোর এক্সারসাইজ এ দ্বিতীয় স্থান লাভ করে হুগলি জেলার ওইহিক দাস । অনূর্ধ্ব ১৪ বছর বালিক বিভাগে বাংলার মেয়েরা চ্যাম্পিয়ন হয়।

পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয়ে দল বিগত বছরে জাতীয় স্তরে সপ্তম স্থানে ছিল। এখন বাংলা জাতীয় স্তরের পঞ্চম স্থানে। ভলিবল, সাঁতার, টেবিল টেনিস, জিমন্যাস্টিক্স ও
যোগাসনে এগিয়ে বাংলা ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য ও প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল। তাঁরা সকলেই দাবি করেন, এ ধরনের প্রতিযোগিতা বাংলার প্রতিভাকে জাতীয়স্তরে তুলে নিয়ে যাবে। পড়াশোনোর পাশাপাশি জাতীয় ও বিশ্বস্তরে খেলাধুলায় যোগ দেওয়ার জন্য স্কুলস্তর থেকেই তৈরি হওয়া প্রয়োজন।



