দেশের সময় ওয়েবডেস্কঃ ফের উত্তপ্ত বীরভূমের নানুর। জানা গিয়েছে, নানুর থানার হাটসেরান্দি গ্রামে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে শঙ্করী বাগদি নাম এক মহিলার। তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রাম বলেই পরিচিত নানুর থানার অন্তর্গত এই হাটসেরান্দি এলাকা।
পুলিশ জানিয়েছে, সোমবার গ্রামে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। আচমকাই শঙ্করী বাগদির বুকে গুলে লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তাঁর। মৃতার ছেলের অভিযোগ, গুলি চালিয়েছে তৃণমূল।
তাঁর দাবি, “আগে আমি তৃণমূল করতাম। এখন বিজেপি করি। অনুব্রত মণ্ডলের গ্রামে বিজেপি করা যাবে না। আমাকেই খুন করতে এসেছিল ওরা। কিন্তু আমাকে বাঁচাতে গিয়ে মায়ের বুকে গুলি লাগে।” মৃত শঙ্করী বাগদির দেহ ঘেরাও করে রেখেছেন গ্রামবাসীরা।
বোলপুর থেকে বিশাল পুলিশবাহিনী ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে হাটসেরান্দি গ্রামের বাইরে। তবে গ্রামবাসীরা সাফ জানিয়েছেন, পুলিশকে তাঁরা দেহ নিয়ে যেতে দেবেন না। সব মিলিয়ে পরিস্থিতি অগ্নিগর্ভ নানুরের হাটসেরান্দি গ্রামে।