চিড়িয়াখানায় বিলবোর্ড লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দুই

0
421

দেশের সময় ওয়েবডেস্কঃ বিলবোর্ড লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন দুজন। জখম আরেকজন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ আলিপুর চিড়িয়াখানায় হাতির এনক্লোজারের বিপরীতে। একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থা ওই বিলবোর্ড লাগানোর দায়িত্ব পেয়েছিল। সেই মতো ওই সংস্থার কর্মী প্রদীপ দাস, তারিণী দাস এবং রিন্টু দাস এদিন সকালে যেখানে হাতি থাকে, তার উল্টো দিকের স্থানে বিলবোর্ড লাগানোর কাজ করছিলেন।

লকডাউনে চিড়িয়াখানা বন্ধ থাকলেও বিলবোর্ড লাগানোর কাজ চলায় সেসময় চিড়িয়াখানার ভিতরে উপস্থিত ১৫জন। বৃষ্টির মধ্যেই কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হন তিনজন। ঘটনাস্থলেই মারা যান প্রদীপ এবং তারিণী। খবর পেয়ে পুলিশ গিয়ে গুরুতর জখম অবস্থায় রিন্টুকে হাসপাতালে ভর্তি করেছে। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রদীপ এবং রিন্টু ওডিশার ভদ্রকের বাসিন্দা। 

তারিণীর বাড়ি মুর্শিদাবাদের কান্দিতে। তাঁদের বাড়িতে খবর পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। বিলবোর্ড লাগানোর কাজ চলার সময় ওই জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল কিনা তা খতিয়ে দেখা হবে  বলে জানিয়েছে পুলিশ।

Previous articleবাংলা ক্রিকেটের দায়িত্ব সঠিক লোকের কাছেই রয়েছে , বলেছেন অভিমন্যুর কোচ নির্মাল্য সেনগুপ্ত
Next articleআপনি নতুন ভারতের উদ্যমের প্রতীক, চিঠি লিখে ধোনিকে শুভেচ্ছা মোদীর, ধন্যবাদ জানালেন মাহিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here