গ্রিন জোনে সোমবার থেকে ২০জন যাত্রী নিয়ে বাস চলবে: মুখ্যমন্ত্রী

0
2522

দেশের সময় ওয়েবডেস্কঃ রাজ্যের করোনাভাইরাস পরিস্থিতি এবং লকডাউন নিয়ে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

বুধবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জেলার মধ্যে (এক জেলা থেকে অন্য জেলা নয়) ২০ জন যাত্রী নিয়ে বাস চালানো যাবে। সোমবার থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ ছাড়া আরও কিছু দোকানপাট খোলাতেও ছাড়ের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গ্রিন জোন এলাকায় স্বতন্ত্র ভাবে যে দোকানগুলি আছে, সেগুলি খোলা যাবে। তবে কোনও মার্কেট কমপ্লেক্সের মধ্যে কোনও দোকান খোলা যাবে না। এখনই হকার্স কর্নার, হকার্স মার্কেট বা ফুটপাতের দোকানগুলি চালু করার কোনও প্রশ্নই নেই। 

কেন্দ্র সেলুন খোলার অনুমতি দেয়নি। তাই সেলুন বা বিউটি পার্লার খোলা যাবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

এক নজরে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সৌজন্যে ফেসবুক :

হাসপাতালে মারা যাওয়ার পরেই তো সঙ্গে সঙ্গে ঘোষণা করা যায় না, চার ঘণ্টা অপেক্ষা করতে হয় 

• হাসপাতালে ডেডবডি পড়ে আছে বলে একটা ভিডিয়ো ছড়ানো হয়েছে 

• সোশ্যাল মিডিয়ায় যাঁরা শুভবুদ্ধিসম্পন্ন মানুষ এ সবে কান দেবেন না 

• আর মারা গেলেই সোশ্যাল নেটওয়ার্কিং করছে 

• ওরা শুধু খুজে বেড়াচ্ছে, কোথায় কে মারা যাচ্ছে 

• যদি কেউ খাবার না পান, আমরা ব্যবস্থা করব 

• যদি বিজেপির বন্ধুরা মনে করেন, কারও কোনও উপসর্গ আছে, আমাকে জানাবেন, আমি ভর্তির ব্যবস্থা করবে 

• একটু দায়িত্বশীলতার পরিচয় দিন 

• দিল্লিতে কত লোক মারা গিয়েছে এনপিআর, সিএএ নিয়ে আন্দোলন করতে গিয়ে? 

• ক্রাইম ইজ ক্রাইম, ক্রিমিনাল অফেন্স 

• কোনও ঘটনা ঘটলে তার মধ্যে ধর্ম খুঁজতে যাওয়া উচিত নয় 

• টিকিয়াপাড়ায় একটি ঘটনা ঘটেছে, পুলিশকে বলেছি কড়া ব্যবস্থা নিতে 

• নতুন পরিস্থিতিতে সবাইকেই অনেক কিছু শিখতে হচ্ছে 

• পুলিশ সারাক্ষণ কাজ করছে, একটু ভুল হতেই পারে 

• খবর পাওয়ার পরেই আমি পুলিশকে খবর পাঠিয়েছি, সঙ্গে সঙ্গে পুলিশ গিয়ে ওই সাংবাদিককে বাঙুর হাসপাতালে ভর্তি করেছে 

• একজন সাংবাদিক মারা গিয়েছে, যদি তাঁর পরিবার চায়, তাহলে তাঁর পরিবারকেও ১০ লক্ষ টাকা দেওয়া হবে 

• তাঁদের বিমার টাকার চেক দেওয়া হয়েছে 

• আমাদের দু’জন চিকিৎসক মারা গিয়েছে, খুবই দুঃখের 

• ১ লক্ষ ৫২ হাজার কোটি টাকার ৬ মাসের পরিকল্পনা করেছি আমরা 

• নির্বাচনের ঘণ্টা যখন বাজবে, মানুষই আপনাদের উত্তর দেবে  

• কোভিড রোগীদের পাশে থাকুন, পুলিশের পাশে থাকুন, সর্বোপরি মানুষের পাশে থাকুন 

• সবাইকে বলব, সবাই নামুন, রাস্তায় ঝাঁট দিন, রাস্তাঘাট পরিষ্কার রাখুন 

• তুমি টিকিয়াপাড়া নিয়ে সারা দেশে কুৎসা করে বেড়াচ্ছ 

• একটা ঘটনা ঘটেছে, সেটা পুলিশ দেখবে 

• আমরা যে কাজটা চ্যালেঞ্জ নিয়ে করছি

• দয়া করে বাংলাকে ধ্বংস করবেন না 

• মনে রাখবেন, আমরা কিন্তু ১ তারিখে মাইনে যেখান থেকেই হোক দেওয়ার চেষ্টা করছি 

• অনেক সরকার মাইনে দিতে পারব না, কেন্দ্রীয় সরকারও বলেছে ডিএ দিতে পারবে না 

• মানুষকে দয়া করে ক্ষেপিয়ে তুলবেন না, বিভ্রান্ত হয়, এমন কাজ করবেন না 

• সেগুলো ডিসপোজ করার জন্য আদালতের অনুমতি নিতে হয় 

• বাঙুরে অনেক আনআইডেন্টিফায়েড বডি রয়েছে, সব হাসপাতালেই থাকে 

• সেটা বাঙুর হাসপাতাল দেখবে, তুমি কি কাঁধে করে নিয়ে যাবে? 

• বাঙুরে ডেড বডি কেন নিয়ে যাওয়া হল, প্রশ্ন তোলা হচ্ছে 

• ওদের এ, বি, সি, ডি জোন 

• কাজ তো কিছুই জানেন না 

• কিন্তু অন্য় রাজ্য তাহলে আমাদের  দিকে আঙুল তুলবে কেন? 

• আমরা বলেছি, আমরা সবার পাশে আছি 

• গুজরাতে, মহারাষ্ট্রে, মধ্যপ্রদেশে আমরা সরকার চালাই না, আমরা তো কোনও রাজ্যের বিরুদ্ধে বলিনি 

• কিছু কিছু মানুষ রাজ্যকে বদনাম করার চেষ্টা করছেন 

• কী করে ভাবলেন যে সব কোভিড হাসপাতাল খোলা হয়েছে, সেখানে সব চিকিৎসক, সব নার্স এই অল্প দিনেই সব জেনে যাবেন 

• কিন্তু আমি বলব, আপনারা রুটিন কেস নিয়ে রাজনীতি করবেন না 

• কেউ কেউ রাজনীতি করছে, শুধু খুঁত খুঁজে বেড়াচ্ছে 

• আমরা দিন রাত কঠোর পরিশ্রম করছি 

• মৃদু সংক্রমণের ক্ষেত্রে বাড়িতে রেখে চিকিৎসা করা সম্ভব 

• কিন্তু এঁরা সবাই তো আমাদেরই লোকজন, এটা একটা রোগ, কোনও অচ্ছুত রোগ নয়। এটা একটা ভাইরাস 

• নার্সরা বাড়িতে গেলে তাঁকে ঢুকতে দেওয়া হচ্ছে না, চিকিৎসকদেরও বলা হচ্ছে করোনার চিকিৎসা করে এসেছেন 

• এই সময় মানুষের পাশে থেকে সাহায্য করা দরকার 

• বিজেপি অনেক কিছু নিয়েই রাজনীতি করছে, এটা রাজনীতি করার সময় নয়

• ছিল একটা ল্যাব, এখন ১৪টা ল্যাব 

• আমাদের ল্যাব কম, কর্মী সংখ্যা কম 

• মৃতু সংক্রমণ হলে বাড়িতে রাখা হবে 

• কলকাতায় এখনও কোভিড-১৯ এর জন্য ৭৯০ বেড রয়েছে 

• আমরা চাইছি, প্রাইভেট নার্সিং হোমগুলো সাহায্য করুক 

• কোনও সামাজিক প্রকল্প চলবে না 

• সাধারণ মানুষকে বলব, আপনারা অনেক সাহায্য করেছেন, আর একটু সহযোগিতা করুন 

• কেন্দ্র অনুমতি দেয়নি, তাই  এখনই সেলুন, বিউটি পার্লার খোলা যাবে না 

• কোন এলাকায় কোন দোকান খোলা যাবে, কোনগুলি নয়, সেটা স্থানীয় প্রশাসন ঠিক করবে 

• তবে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না 

• সোমবার থেকে গ্রিন জোনে আন্তঃজেলা বাস চালু হচ্ছে  

• গ্রিন জোনে আয়রন অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, নির্মাণ শিল্প আমরা চালু করার অনুমতি দিচ্ছি

• গ্রিন জোনে কারখানা খোলা যাবে 

• হকার্স মার্কেট, হকার্স কর্নার খুলবে না, ফুটপাতে দোকানও খোলা যাবে না 

• পানের দোকান থেকে পান-সিগারেট কিনে নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে খাবেন 

• চায়ের দোকানে বসে আড্ডা মারা যাবে না 

• স্টেশনারি ও বইয়ের দোকান, ইলেকট্রনিক্সের দোকান, মোবাইল রিচার্জ, লন্ড্রি, চা ও পানের দোকান 

• কিন্তু মার্কেট কমপ্লেক্সের মধ্যে হলে খোলা যাবে না 

• যেখানে একটাই দোকান, সেগুলি সোমবার থেকে খোলা যাবে 

• পাশাপাশি বসে, পাশাপাশি দাঁড়িয়ে যেন আমরা কিছু না করি 

• লকডাউন মেনে, সুরক্ষার নিয়ম মেনে আপনারা শুরু করুন 

• চিকিৎসকের কাছে আবেদন, নিজেরা সাবধানতা নিয়ে চেম্বার খোলার চেষ্টা করুন 

• ৫১টা বেসরকারি হাসপাতাল আমরা সরকারি ভাবে নিয়েছি

• বেসরকারি হাসপাতালগুলি যেন চালু থাকে, তারা যেন কোনও রোগীকে ফেরত না দেয় 

• সবাইকে মাস্ক পরে থাকতে হবে 

• আজ বিকেলেই তাঁরা বাসে উঠবেন 

• রাজস্থানের কোটা থেকে প্রায় ২৫০০ পড়ুয়াকে রাজ্যে ফেরানো হচ্ছে

• বিমান, ট্রেন বন্ধ করার জন্য বলেছিলাম 

• সারা দেশে লকডাউন ঘোষণার আগেই আমরা লকডাউন করেছিলাম 

• আপনারা অনেক কষ্ট করেছেন, আরও কিছু দিন কষ্ট করতে হবে 

  • গতকাল পর্যন্ত অ্যাকটিভ ছিল ৫২২ জন।
  • আজ রাজ্যে করোনা অ্যাকটিভ ৫৫০ জন।
  • গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৩ জন।
  • কলকাতা, হাওড়া ও উঃ ২৪ পরগনা থেকে এসেছে ঘটনাগুলি।
  • রাজ্যের ৮৮% করোনা এই তিন জেলা থেকে। বাকি ১২% অন্য জেলা থেকে।
  • গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৫ জন।
  • মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৪ জন।
  • এখনও পর্যন্ত মারা গেছেন ২২ জন।
  • মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১৪ হাজার ৬২০টি।
  • ১৩৯৭টি শুধু গতকাল টেস্ট হয়েছে।
  • সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৫৪৩৯ জন।
  • গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪১৫ জন।
  • ৪৫ বছরের ঊর্ধ্বের মানুষরাই ৫০%।
  • আমাদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে আজ।
  • আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পরিষ্কার নির্দেশ চেয়েছি।
  • সারা বিশ্বব্যাপী আমাদের লকডাউনে থাকতে হচ্ছে, এ এক করুণ যন্ত্রণা, কিন্তু করোনার মোকাবিলার জন্য এটা করতে হচ্ছে।
  • কনটেনমেন্ট এরিয়ায় টোটাল লকডাউন থাকবে।
  • রেশন দোকানে ‘ধান দিন চেক নিন’ শুরু করছি।
  • কেউ কেউ রটানোর চেষ্টা করেছিলে কলকাতায় বেড নেই। কিন্তু ৭৯০টি বেড এখনও রেডি আছে।
  • মোট ৮ হাজার বেড আছে। ৬৬টি কোভিড হাসপাতাল আছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায় মোট পরিষেবার ৩৪ শতাংশ আছে।
  • গতকাল পর্যন্ত অ্যাকটিভ ছিল ৫২২ জন।
  • আজ রাজ্যে করোনা অ্যাকটিভ ৫৫০ জন।
  • গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৩৩ জন।
  • কলকাতা, হাওড়া ও উঃ ২৪ পরগনা থেকে এসেছে ঘটনাগুলি।
  • রাজ্যের ৮৮% করোনা এই তিন জেলা থেকে। বাকি ১২% অন্য জেলা থেকে।
  • গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন ৫ জন।
  • মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২৪ জন।
  • এখনও পর্যন্ত মারা গেছেন ২২ জন।
  • মোট স্যাম্পেল টেস্ট হয়েছে ১৪ হাজার ৬২০টি।
  • ১৩৯৭টি শুধু গতকাল টেস্ট হয়েছে।
  • সরকারি কোয়ারেন্টাইনে আছেন ৫৪৩৯ জন।
  • গত ২৪ ঘণ্টায় ছাড়া পেয়েছেন ৪১৫ জন।
  • ৪৫ বছরের ঊর্ধ্বের মানুষরাই ৫০%।
  • আমাদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে আজ।
  • আমরা কেন্দ্রীয় সরকারের কাছে পরিষ্কার নির্দেশ চেয়েছি।
  • সারা বিশ্বব্যাপী আমাদের লকডাউনে থাকতে হচ্ছে, এ এক করুণ যন্ত্রণা, কিন্তু করোনার মোকাবিলার জন্য এটা করতে হচ্ছে।
  • কষ্ট করে আরও কিছুদিন আমাদের নিয়ম করে চলতে হবে।
  • যেখানে ১০০% লকডাউন থাকবে সেখানে লকডাউন মানতেই হবে।
  • কোটার পড়ুয়ারা আজ বাসে উঠবেন। ৩ দিন লাগবে এসে পৌঁছতে।
  • এই মুহূর্তে যেটা বলব, মাস্কটা কিন্তু আমাদের পরে থাকতেই হবে।
  • গতকাল ডক্টরদের সঙ্গে মিটিং ছিল আমাদের। তাঁরাও বলেছেন, মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত আমাদের সাবধানে চলতে হবে।
  • ৫১ টি প্রাইভেট হাসপাতাল আমরা কোভিডের জন্য নিয়েছি। সেখানে কোভিডের চিকিৎসার খরচ রাজ্য সরকার দিচ্ছে।
  • সোমবার থেকে আমরা কিছু কিছু জায়গায় ছাড় দেব, যেমন: পাড়ার কিছু দোকান, ইলেকট্রনিক্সের দোকান, স্টেশনারি দোকান, হার্ডওয়্যার, লন্ড্রি, চা ও পানের দোকান (হোম ডেলিভারি), রঙের দোকান, মোবাইল রিচার্জের দোকান।
  • গ্রিন জ়োনে ফ্যাক্টরি চালু করছি সমস্ত নিয়ম মেনে।
  • জেলায় জেলায় ডিএম ও এসপিদের দায়িত্ব দেওয়া হচ্ছে, তাঁরা ঠিক করবেন কীভাবে কী কী খোলা হবে।
  • কলকাতায় হোম ট্যাক্সি চালু হবে।
  • গ্রিন জ়োনে পাবলিক বাস চালু, কিন্তু ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না।
  • জুটমিল আমরা ২৫% চালু করেছি।
  • চা বাগানও ২৫% চালু করা আছে।
  • ফরেস্ট প্রোডাকশনের কাজও নিয়ম মেনে চালু করা হবে।
  • নিয়ম ব্যাহত হলে বন্ধ করে দেওয়া হবে সব।
  • পুলিশ সার্ভে করবে এলাকায় এলাকায়। কোন দোকান খোলা যাবে তা বলে দেবে পুলিশই। এটা রেড জোনের জন্য নয়। শুধু গ্রিন জোন ও অরেঞ্জ জোনের জন্য।
  • যেহেতু সেন্ট্রাল গর্ভমেন্টও বন্ধ রাখতে বলেছে, সেলুন বন্ধই থাকবে।
  • কনটেনমেন্ট এরিয়ায় টোটাল লকডাউন থাকবে।
  • রেশন দোকানে ‘ধান দিন চেক নিন’ শুরু করছি।
  • কেউ কেউ রটানোর চেষ্টা করেছিলে কলকাতায় বেড নেই। কিন্তু ৭৯০টি বেড এখনও রেডি আছে।
  • মোট ৮ হাজার বেড আছে। ৬৬টি কোভিড হাসপাতাল আছে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনায় মোট পরিষেবার ৩৪ শতাংশ আছে।
  • এই সময়টা রাজনীতি করার সময় নয়।
  • হাসপাতালে অনেক সময় ডেডবডি নিতে চাইছে না।
  • মিডিয়ার উদ্দেশে: একটা ঘটনা ঘটল আর আপনারা গভর্নমেন্টের কোনও ওপিনিয়ন নেন না। একতরফা খবর করেন।
  • করোনা নিয়ে বেস্ট পারফরম্যান্স দেখিয়েছে আমাদের সরকার।
  • সোশ্যাল মিডিয়ায় যত মন্তব্য করে যান, ফেক নিউজ ছড়ান। আপনাদের অ্যারেস্টও করি না, ছেড়ে রেখে দিয়েছি।
  • একটা থানা এলাকায় কোনও ঘটনা ঘটলে পুলিশ অ্যাকশন নেবে। টিকিয়াপাড়াতেও তাই হবে। কিন্তু আপনারা সেটা নিয়ে গোটা দেশে ছিড়িয়ে বেড়াচ্ছেন।
  • আসুন না, রাস্তায় নামুন। রাস্তা পরিস্কার করুন। এখন তো স্বচ্ছ ভারত করুন।
  • এখন কোভিড রোগীর পাশে থাকি, আসুন না।
  • কাল কোনও নির্বাচন নেই, এখন থেকে মাঠে নেমে নেমে পড়েছেন।
  • উত্তর প্রদেশে তো পুলিশকে মেরেছে, কী করেছেন? বিজেপি বন্ধুরা যদি মনে হয় সমস্যায় আছেন আমাকে বলবেন, টেক্স করবেন। আমরা সাহায্য করব।
  • আমি এত কথা বলতাম না। কিন্তু এত কাজ করার পর বাড়ি গিয়ে আমার অফিসাররা শোনে শুধু বক্তৃতা আর তিক্ততা। মনে রাখবেন লেবু কচলাতে কচলাতে তেতো হয়।
  • ১ লাখ ৫২ হাজার কোটি টাকা আগামীদিনের জন্য অর্থনৈতিক প্যাকেজ করেছি।
  • আমার তো মাথায় কাল থেকে ভীষণ পেন হচ্ছে। কই আমি তো কিছু বলিনি।
  • অডিট কমিটি আমি করিনি, এটা ডিপার্টমেন্টের সেক্রেটারি করেছে। কে আছে আমি জানি না।
  • অনেক টিম, সেন্ট্রাল টিম, পেনকিলার টিম ঘুরে বেড়াচ্ছে।
  • ভিডিও করে পাঠাচ্ছে, বেডে ডেডবডি পড়ে আছে। ডেডবডি তো মারা যাওয়ার পরে চার ঘণ্টা থাকে বেডে।
  • লকডাউনের পরে নিজে থেকে দোকান খোলা যাবে না কোনও। কী কী খোলা যাে আমরা জানিয়ে দেব। নোটিস জারি করব।
Previous articleপৃথিবীতে, আছড়ে পড়বে কি ‘মাস্ক’ পরা সেই গ্রহাণু! কি বলছেন বিজ্ঞানীরা জানুন
Next articleসোমবার থেকে বাংলায় কোথায়, কোথায় বাস-ট্যাক্সি চলবে, কোন কোন দোকান খুলবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here