দেশের সময়, ওয়েব ডেস্ক:- ইচ্ছে ছিল ম্যাচ জিতে সমর্থকদের নববর্ষের উপহার দেওয়া। তবে চুলোভার আত্মঘাতী গোলে সে ইচ্ছে আর পূরণ করতে পারলেন না লাল হলুদ কোচ আলেহান্দ্রো মেনেনদেজ। পরবর্তীতে জবি জাস্টিনের গোলে সমতায় ফেরে দল। তিনি যে সেদিনের ম্যাচের নায়ক তা বলাই বাহুল্য। তবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা মানতে নারাজ ইস্টবেঙ্গলের নতুন তারকা। তিনি বলেন, “এর পিছনে বিশেষ করে আমার কোন কৃতিত্ব নেই”। “দলের সমষ্টিগত চেষ্ঠার ফলেই সেদিন ম্যাচে ফিরেছিলাম আমরা”। “গোলের থেকেও বড়ো কথা আমাদের আই লিগ জিততে হবে”। পাশাপাশি শুধু ক্লাব ফুটবলই নয়, জবি জাস্টিন বলেন, “সবক্ষেত্রে নিজের সেরাটা দিয়ে খেলার চেষ্ঠা করছি”। “আগামীদিনে ভারতের জাতীয় ফুটবল দলের হয়ে সবসময় খেলার ইচ্ছে রয়েছে”। অন্যদিকে স্প্যানিশ কোচ আলেহান্দ্রো জানান, “সম্প্রতি আমাদের একটি সমস্যার সন্মুখীন হতে হয়েছিল”। “অনেক সময় বল নিজেদের দখলে রাখা সম্ভব হচ্ছিল না ইস্টবেঙ্গলের ফুটবলারদের পক্ষে”। “কিন্তু বলার বিষয় যে শেষ ম্যাচে আমরা সেই সমস্যার সমাধান করতে পেরেছি”। “একসময় মনে হচ্ছিল ম্যাচটা আমরা জিতে যাব, কিন্তু এটা মানতেই হবে রিয়েলের রক্ষনভাগ খুব ভালো ছিল”। আগামী ৮তারিখ কলিঙ্গ স্টেডিয়ামে ইন্ডিয়ান অ্যাঁরোজের মুখোমুখি হবে ইস্টবেঙ্গল।