তাপস দাস: গােবরডাঙ্গার অন্যতম নাট্যদল চিরন্তন গত ৬ ডিসেম্বর এক নাট্য আলোচনা সভা আয়ােজন করে। এদিন সন্ধ্যায় চিরন্তন কলাকেন্দ্রে মঙ্গলদ্বীপ প্রজ্বোলনের মধ্য দিয়ে আয়ােজিত নাট্য আলােচলার সূচনা হয়।
সংস্থার নাট্যচর্চার ২৫ তম বর্ষে আয়ােজিত “এই সময়ের থিয়েটার” শীর্ষক আলােচনা সভায় অংশগ্রহন করেন বিশিষ্ঠ নাট্য ব্যক্তিত্ব প্রদীপ রায় চৌধুরী ও ভাবনা থিয়েটার পত্রিকার সম্পাদক অভিক ভট্টাচার্য ,সঞ্চালক ছিলেন নাবিকনাট্যম পরিচালক জীবন অধিকারী।
চিরন্তন নাট্য সংস্থার কর্ণধার ও নাট্য নির্দেশক অজয় দাস উপস্থিত বিশিষ্ঠজনদের বরণ করে নেন। এই সময়ের নাটক বিষয়ে মনােজ্ঞ বক্তব্য রাখেন আলােচকগণ। সকলের মূল্যবান কথায় আলোচনা সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।