দেশের সময় ওয়েবডেস্কঃ গ্রীষ্মের প্রবল দাবদাহ থেকে অবশেষে মুক্তি পেয়েছে বাঙালি। গত কয়েকদিন ধরেই ভিজছে শহর। যার জেরে জ্বালাপোড়া গরম অনেকটাই কমেছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহরে। বিকেলের পরেই বজ্রবিদ্যুত সহ বৃষ্টি নামতে পারে।
সঙ্গী হতে পারে ঝোড়ো হাওয়া। জানা গিয়েছে, শুক্রবার সকালের দিকে আকাশ পরিষ্কার থাকলেও, দুপুরের পরেই মেঘ ঘনিয়ে আসার সম্ভাবনা রয়েছে। শুধু কলকাতা নয়। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৪-৫ দিনে আবহাওয়ার বিশেষ কোনও পরিবর্তন ঘটবে না, সে কথাও জানানো হয়েছে আইএমডি-র ওয়েবসাইটে। অর্থাৎ সপ্তাহান্তে বৃষ্টির আমেজ বজায় থাকছে মহানগরীতে।
হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৫ ডিগ্রির কাছাকাছি। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে ৬০ এবং ৫৭ শতাংশ ছিল।
উল্লেখ্য, আর কিছুদিনের মধ্যেই বর্ষা আসতে চলেছে রাজ্যে। এমনটাই জানিয়েছে মৌসম ভবন। প্রতিবছরই কোনও না কোনও ভাবে বর্ষার আসা নিয়ে টালবাহানা ঘটে। তবে এবার আর দেরি করবে না বর্ষা। স্বাভাবিক সময়েই এবার দেশে বর্ষা ঢুকবে, এমনটাই জানাল আবহাওয়া দফতর।
দেশে বর্ষা ঢোকার স্বাভাবিক দিন ১ জুন। এ দেশে কেরলেই প্রথম বর্ষা ঢোকে। আবহাওয়া দফতর জানাচ্ছে, ১ জুন নিয়মমাফিক কেরলে বর্ষা ঢুকবে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দেশে বার্ষিক বৃষ্টি হবে প্রায় ৭০ শতাংশ।
বাংলায় এবার কবে বর্ষা ঢুকবে? আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কেরলে বর্ষা ঢোকার সঙ্গে কলকাতায় বর্ষা ঢোকার কোনও সম্পর্ক নেই। কেরলে যদি বর্ষা ঢুকতে দেরিও করে, তাহলে বাংলায় তার কোনও প্রভাব পড়বে না বলেই মত আবহবিদদের। বাংলায় বর্ষা ঢোকার স্বাভাবিক সময় সাধারণত ৮ জুন। অন্যদিকে, এবছর দেশে বর্ষা কেমন হবে, সেই প্রসঙ্গে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্টের তরফে জানানো হয়েছে, এবছর স্বাভাবিক বর্ষাই হবে দেশে।