খুশির ইদ: সীমান্তে ভারত-পাক সেনাবাহিনীর সম্প্রীতির ছবি,মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়

0
864

দেশের সময় ওয়েবডেস্কঃ পরস্পরের প্রতি অতন্দ্র পাহারা চলে সারা বছর। লড়াইয়ের ক্ষিপ্রতায় সটান দাঁড়িয়ে থাকে দু’পক্ষ। ছোড়া হয় গুলিগোলা, জবাবও যায় পাল্টা। তবে এরই মধ্যে উৎসবের দিনটায় শিথিল হল শত্রুতা। আজ, ইদ উপলক্ষে ভারত-পাক সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে চলল শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ।

সূত্রের খবর, সম্প্রতি ভারত-পাক সীমান্তে আবহাওয়া একটু হলেও ঠান্ডা। কারণ দুপক্ষের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ-বিরতি চুক্তি চলছে। এরইমধ্যে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময়ে আর একটু বাড়ল উষ্ণতা। এ শান্তি চিরস্থায়ী নয়, সকলেই হয়তো জানে। তবু একটা দিনের উৎসব পালনে বাধা নেই তো!

সাধারণত ইদ, দোল ও দীপাবলি উপলক্ষে ভারত ও পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময়ের প্রচলন বহুদিন ধরেই চলে আসছে। এবারও তার ব্যতিক্রম নেই। উরি সেক্টরের তাঙধার, কুপওয়ারা, কামান-আমন সেতু ও তিতওয়াল ক্রসিং-এ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময় হয়েছে কাঁটাতার পেরিয়ে। পুঞ্চ-রাওয়ালকোট, মেন্ধার-হটস্প্রিং ক্রসিংয়েও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে মিষ্টি ও শুভেচ্ছা বিনিময় হয়েছে।

সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, দুই দেশই বেশ কিছুদিন সংঘর্ষ বিরতি চালিয়ে যাচ্ছে। ভারত-পাক সীমান্তে শান্তি ও সম্প্রীতির একরকম নজির তৈরি হয়েছে গত কয়েক মাস ধরে।সেই আবহেই আজ সম্পূর্ণ কোভিড বিধি পালন করেই দুই দেশের সেনারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। কাশ্মীরের পাশাপাশি জম্মুর সীমান্তবর্তী এলাকাতেও এই দৃশ্য দেখা যায়।

২০১৯ সালে পুলওয়ামা কাণ্ডের পর থেকে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ও কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল। এর পরে গত বছর ফেব্রুয়ারি মাসে ভারতীয় সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল লেফট্যানেন্ট জেনারেল পরমজিত সিং পাকিস্তানের সেনাবাহিনীর ডিরেক্টর জেনারেল নৌমন জাকারিয়ার সঙ্গে আলোচনায় বসেন। দুই দেশের মধ্যে কূটনৈতিক স্তরেও আলোচনা চলতে থাকে।

আলোচনার পরেই সিদ্ধান্ত নেওয়া হয়, ভারত ও পাকিস্তান দুই দেশ সংঘর্ষ-বিরতি চুক্তি পালন করবে। যদিও এর আগেও হাজারবার চুক্তি হলেও তা ভেঙেছে বারবারই। তবে গত দু’বছরে দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, চুক্তি পালন করছে দুই দেশই। কোভিড আবহে গত বছর থেকেই বড় কোনও হামলার খবর আসেনি সীমান্তে। এবারের ইদ সেই সম্প্রীতিকেই আরও মজবুত করল।

Previous articleDaily Horoscope: অক্ষয় তৃতীয়ার শুভ দিনে জানুন আজকের রাশিফল
Next articleএ মাদার্স কূপ ‘ এর মুকুটে নতুন পালক! লন্ডন চলচ্চিত্র উৎসব লিফট অফ এ অফিসিয়াল নির্বাচন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here