ক্রিকেট ম্যাচে পাকিস্তান জিতলে বোম ফাটায় যারা তৃণমূল এখন তাদের হাতে : নন্দীগ্রামে শুভেন্দু

0
2102

দেশের সময় ওয়েবডেস্কঃ কথায় বলে ভোট একটা যুদ্ধ। তাতে পরতে পরতে কৌশলও থাকে। নন্দীগ্রামের লড়াইয়ে শুভেন্দু অধিকারীর কৌশল কী তা আগেই বোঝা গিয়েছিল। সোমবার ভেকুটিয়া বাজারে তা আরও স্পষ্ট করলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী।


এদিন একাধিক জায়গায় জনসংযোগ কর্মসূচি ছিল শুভেন্দুর। সকাল থেকে নন্দীগ্রামের গাঁয়ে গাঁয়ে ঘুরছেন তিনি। ভেকুটিয়া বাজারের সভায় তিনি বলেন, “তৃণমূল এখন আমিরুল, সুফিয়ান, সামাদ, শাহবুদ্দিনদের হাতে। যারা পাকিস্তান ক্রিকেট ম্যাচে জিতলে বোম ফাটায়। এই লুম্পেনদের হাতে চলে গেছে তৃণমূল।”

উপস্থিত জনতার উদ্দেশে শুভেন্দুর বার্তা, “এরা তো ২২টা-সাড়ে ২২টা বুথের মালিক। বাকি জায়গায় আপনাদের এক হতে হবে।”

নন্দীগ্রামবাসীদের শুভেন্দু সতর্ক করতে গিয়ে আরও বলেন, “এরা আবার এলে কিন্তু কপালে টিপ, গলায় কণ্ঠি আর কাছা দেওয়া ধুতি পরতে পারবেন না।” সেই সঙ্গেই শুভেন্দু গতকাল প্রকাশিত বিজেপির ইস্তেহারের একের পর এক ঘোষণা উল্লেখ করেন। তিনি বলেন, “বিজেপি সরকারে এলে চাকরি হবে, শিল্প হবে, দুর্গাপুজোর বিসর্জন বন্ধ হবে না। সরস্বতী পুজো করতে গেলে কাউকে মার খেতে হবে না।”

মমতা বন্দ্যোপাধ্যায় গত ৯ জানুয়ারি নন্দীগ্রামে গিয়ে অভিযোগ করেছিলেন, বিজেপি বিভাজন করতে চাইছে। ওরা বলছে ৭০ শতাংশ ৩০ শতাংশ। দিদির দাবি ছিল, তাঁর সরকার ১০০ শতাংশের জন্য। তার পর অবশ্য সভামঞ্চে দাঁড়িয়ে চণ্ডীপাঠ করেছিলেন তিনি। ঠিক তার পরেই শুভেন্দু পাল্টা বলেছিলেন, “বিজেপি ভাগাভাগির রাজনীতি করে না। ৭০ আর ৩০-এর কথা জাতীয় সংবাদমাধ্যমে বলেছিলেন মাননীয়ার ৫০০ কোটির বুদ্ধিদাতা। যাঁকে উনি বিহার থেকে ধরে এনেছেন।”
জানুয়ারি মাসে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর একটি সাক্ষাৎকারে বলেছিলেন, আমাদের কাছে তো ১০০ শতাংশ আছে। বিজেপিকে তো লড়তে হবে ৭০ শতাংশের মধ্যে। লোকসভা ভোটের পর দিদি বলেছিলেন, এবারের ভোটটা পুরো হিন্দু-মুসলমান হয়েছে। তিনি এও বলেছিলেন, যে গরু দুধ দেয় তার লাথিও খেতে পারি।
এদিন তৃণমূলের একাংশের নাম করে শুভেন্দু বোঝাতে চান, এরাই আসলে তৃণমূল। উল্লেখ্য, শেখ সুফিয়ান নন্দীগ্রামে মমতার প্রধান নির্বাচনী এজেন্ট হয়েছেন।

Previous articleকন্ডোম দিয়ে একি করছেন যুবতী ? ভাইরাল ভিডিও দেখে তাজ্জব নেটিজেনরা:দেখুন কি কাণ্ড করলেন যুবতী…
Next articleবিজেপি বিষধর কেউটে, ঢুকলেই ছোবল মারবে!১ তারিখ এপ্রিল ফুল করে দিন: মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here