দেশের সময় ওয়েবডেস্ক: “বেআইনী ভাবে রাজ্যে মদ বিক্রি হচ্ছে আর সেই টাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরে যাচ্ছে”। “বিষ মদ পান করে বহু মানুষের মৃত্যু হয়েছে তার দায় অভিষেক-কে নিতে হবে”। বুধবার শান্তিপুর থেকে এমনই অভিযোগ করেছিলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। আর এই মন্তব্যের প্রেক্ষিতে আদালতের দারস্হ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে দায়ের হয়েছে মানহানির মামলা। তাকে পাঠানো হয়েছে আইনী চিঠি। উল্লেখ্য সম্প্রতি বিষ মদ কান্ডে তোলপাড় হয়েছে রাজ্য। মৃত্যু হয়েছে ১২জনের। আশঙ্কাজনক অবস্হায় হাসপাতালে চিকিৎসাধীন অনেকে। গতকাল শান্তিপুরে উপস্হিত হয়ে মৃতদের পরিবারকে ২লক্ষ্য টাকা করে আর্থিক সাহায্য তুলে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। পরবর্তীতে কৈলাশ বিজয়বর্গীয় যে অভিযোগ করেছেন তার পাল্টা তৃণমূল মহাসচিব বলেন, “সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা কৈলাশ বিজয়বর্গীয়কে প্রমান করতে হবে না হলে আদালতের দারস্হ হবো আমরা”। আর এরপরই আইনী চিঠি পাঠানো হলো কৈলাশ বিজয়বর্গীয়কে।