কী বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানতে ব্রিগেডে লক্ষ লক্ষ কর্মী সমর্থক

0
746

দেশের সময়ওয়েবডেস্ক:শনিবার স্থানীয় থেকে সর্বভারতীয়, সমস্ত সংবাদমাধ্যমের নজর একদিকেই। ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে দেশবাসীকে কী বার্তা দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়?‌ কী বার্তা দেন বিরোধী জোটের অন্যান্য নেতারা?‌ শুধু ৪২–এ ৪২ নয়, এই ব্রিগেড সমাবেশের মূল লক্ষ্যই হল কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করা। যার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার বুক থেকেই বিজেপিকে ‘‌ফিনিশ’ করার ডাক দিতে চলেছেন তিনি। স্বভাবতই রাজ্য তথা দেশের রাজনীতিতে এই ব্রিগেড সমাবেশ ইতিমধ্যে ঐতিহাসিক আখ্যা পেয়েছে। আর শনিবার সকাল থেকেই জনতার ঢল ব্রিগেডমুখী। ‌ কাতারে কাতারে মানুষ জড়ো হচ্ছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। শিয়ালদা–হাওড়া স্টেশন থেকে শুরু করে লঞ্চঘাট, বাসে করে মানুষ রওনা হয়েছেন সমাবেশে যোগ দিতে।

Previous articleরাত পোহালেই ব্রিগেডে তৃণমূলের ডাকা মহাসমাবেশ,কড়া নিরাপত্তা শহরজুড়ে
Next articleব্রিগেডে পৌঁছানোর আগেই টুইট মমতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here